ব্যক্তি স্বাধীনতা নিয়ে যুগের পর যুগ ধরে লড়াই চলছেই। এই লড়াই যদিও খুব মৌন। তবে মনের সঙ্গে দ্বন্দ্ব তো লেগেই থাকে। চারজন মানুষের জীবনের আলাদা আলাদা সংগ্রামের গল্পকে এক সুতোয় গাঁথতে আসছে নতুন এক বাংলা ছবি। নাম, 'অনুমানের ভিত্তিতে'। পরিচালনায় অভিজ্ঞান মুখোপাধ্যায়। 

 


'অনুমানের ভিত্তিতে' ছবিতে, একজন লেখক তাঁর বইয়ের মাধ্যমে ঠিক এই প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন—যে প্রশ্নগুলি তাঁর প্রথম বই প্রকাশের ১৫ বছর আগেই অনুমান করেছিল তার পাঠক। 'অনুমানের ভিত্তিতে' ছবিতে চারটি ভিন্ন অধ্যায় রয়েছে, যেখানে আত্ম-নির্ভরশীলতার অর্থ এবং এর জন্য চলমান 'যুদ্ধ' বা সংগ্রামকে ব্যাখ্যা করা হয়েছে।

 


এই বইটির প্রেক্ষাপটে চারটি আন্তঃসংযুক্ত গল্প বিভিন্ন চরিত্রকে তুলে ধরেছে—যারা কর্তব্য, সামাজিক প্রত্যাশা, আবেগের উপর নির্ভরতা এবং ব্যক্তিগত সিদ্ধান্তের জালে আটকে আছে। প্রতিটি চরিত্রই আত্ম-নির্ভরতার ধারণা এবং এর পরিণতিগুলি অন্বেষণ করে। ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শ্রীলেখা মিত্র, অমৃতা চট্টোপাধ্যায়, লিলি চক্রবর্তী, কমলেশ্বর মুখোপাধ্যায়-সহ আরও অনেকে। 

 


গল্পে অমৃতা চট্টোপাধ্যায় একজন প্রশিক্ষিত নৃত্যশিল্পীর ভূমিকায় অভিনয় করবেন, পরিস্থিতির বিচারে তার নাচ এবং গর্ভাবস্থার মধ্যে একটিকে বেছে নিতে হবে। ছবিতে শ্রীলেখা মিত্র একজন ক্যান্সার বিশেষজ্ঞের চরিত্রে, যিনি নিজের জন্য একটি বাড়ি তৈরি করতে চান। লিলি চক্রবর্তীকে দেখা একজন ফুড ভ্লগারের চরিত্রে। তিনি তাঁর নাতির সাহায্যে ভ্লগিং করেন। ৬০ বছর পর তিনি তাঁর পুরনো প্রেমের দেখা পান এবং জীবনের শেষ কয়েকটা বছর তার সঙ্গে একসঙ্গে কাটাতে চান। কিন্তু শেষমেশ কী হবে? তিন নারীর জীবনের লক্ষ্যপূরণ কি হবে? উত্তর মিলবে ছবির টুইস্টে। 

 


আজকাল ডট ইন-কে পরিচালক অভিজ্ঞান মুখোপাধ্যায় এই ছবি প্রসঙ্গে বলেন, "প্রায় আট বছর পর বড় ছবির পরিচালনায় ফিরলাম। এর আগেও দুটো পুর্ণ দৈর্ঘ্যের ছবি তৈরি করেছিলাম। তারপর থেকেই বড়পর্দা ফেরা নিয়ে পরিকল্পনা ছিল। অবশেষে ভিন্ন স্বাদের গল্প নিয়ে তৈরি হচ্ছে এই ছবিটি। ব্যক্তি স্বাধীনতাকে খুব সুন্দর করে তুলে ধরতে চলেছি এই ছবি। চারটি ভিন্ন গল্প যেভাবে মিশবে একে অন্যের সঙ্গে, সেখানেই লুকিয়ে ছবির আসল টুইস্ট।‌" 

 


জানা যাচ্ছে, আগামী বছরের শুরুতেই শুরু হবে ছবির শুটিং। প্রযোজনায় স্কাইল্যান্ড এন্টারটেনমেন্ট।