ওটিটির দুনিয়ায় নানা গল্পের ভিড়ে দর্শক ঠিক খুঁজে নিচ্ছেন তাঁদের পছন্দের ঘরানা। টানটান উত্তেজনাপূর্ণ থ্রিলার থেকে শুরু করে রোমান্টিক গল্প জায়গা করে নিচ্ছে দর্শকের পছন্দের তালিকায়। এদিকে, বাদ যাচ্ছে না কমেডি সিরিজও।‌ বাস্তবতার ভিড়ে হারিয়ে যাচ্ছে মুখের হাসি। সেই হাসি ফিরিয়ে দিতে চেষ্টা করছে কৌতুক সিরিজের ভান্ডার। ঠিক এইরকম ভাবনা থেকেই কমেডি সিরিজ তৈরিতে এগিয়ে এসেছেন পরিচালক অরিত্র কর্মকার।‌

 


তাঁর পরিচালনায় ফুটে উঠবে এক দম্পতির কথা। এই দম্পতির কাহিনি কিন্তু বাকি দম্পতির মতো নয়। তাদের জীবনটা একদম অন্যরকম বাকিদের থেকে। তারা বিবাহিত দম্পতি হলেও জীবনে সুখের বড় অভাব। বিভিন্ন অজানা কারণে দু'জনে কখনও কাছাকাছি আসেনি। তাই আস্তে আস্তে ফিকে হয়ে গিয়েছে তাদের দু'জনের ভালবাসা। 

 


এই দম্পতির উপর নজর পড়ে মদন দেবের। তিনি স্বর্গ থেকে এই জুটিকে দেখে খুবই অবাক হন। ভাবতে থাকেন এদের সম্পর্কটা যে করেই হোক ঠিক করতেই হবে। তাই তিনি মদন বাণ ছোড়েন। ব্যস! এতেই হয় কাজ। দম্পতির মনে জাগে প্রেমের জোয়ার। কিন্তু এই প্রেমের জোয়ারে সত্যিই কি ভাসবে তারা? আবারও তাদের মলিন হয়ে যাওয়া সম্পর্ক ঠিক হবে? এই প্রশ্নের উত্তর দিতে আসছে এই সিরিজ। 

 

কমেডির মোড়কে তৈরি এই সিরিজের দম্পতির চরিত্রে দেখা যাবে অভিনেতা বিমল গিরি ও অভিনেত্রী সৌমি বন্দ্যোপাধ্যায়কে। অন্যদিকে, মদন দেবের চরিত্রে অভিনয় করবেন পার্থসারথি চক্রবর্তী। ইতিমধ্যেই শুটিং শুরু হয়ে গিয়েছে এই সিরিজের। ক্যামেলিয়া প্রোডাকশনের ওটিটি প্ল্যাটফর্ম ফ্রাইডেতে মুক্তি পেতে চলেছে এই সিরিজটি। 

 

আরও পড়ুন: '১৪ বছর আগে ও যখন বলেছিল বাথরুমে গিয়ে কাঁদার কথা, তখনও কিছু বলিনি কিন্তু এখন..'-শুভশ্রীকে 'অপমান' করা প্রসঙ্গে আর কী বললেন দেব? 

 


প্রসঙ্গত, বহুদিন পর পার্থসারথি চক্রবর্তীকে দর্শক দেখবেন ওটিটিতে। এই মজার গল্পের হাত ধরে প্রথমবার বিমল ও সৌমিকে দর্শক জুটিতে দেখবেন। বিমলকে সম্প্রতি দর্শক দেখেছেন আকাশ আটের ধারাবাহিকে। এছাড়াও নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের 'আমার বস'-এও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল বিমল গিরিকে। অন্যদিকে, সৌমিকে দর্শক ছোটপর্দায় বহু বছর ধরে দেখছেন। প্রথমে পার্শ্বচরিত্রের মাধ্যমে অভিনয় শুরু করলেও পরবর্তীতে তাঁকে নায়িকার চরিত্রে দেখা গিয়েছে। জানা যাচ্ছে, ইতিমধ্যেই শহরে চলছে এই সিরিজের শুটিং। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষে কিংবা আগামী বছরের শুরুতেই মুক্তি পাবে এই সিরিজ।