নিজস্ব সংবাদদাতা: টলিপাড়ার পরিচিত মুখ অরুণাভ দে। ধারাবাহিক থেকে সিরিজ, এমনকী বড়পর্দায়ও কাজ করেছেন তিনি। এবার একেবারে নতুন ভূমিকায় নিজের পরিচিতি গড়ে তুলতে চলেছেন অরুণাভ। পরিচালনায় হাত পাকাতে চলেছেন তিনি। তবে এই প্রথম নয়, দ্বিতীয়বার পরিচালকের ভূমিকায় আসছেন অভিনেতা।
একটি ছোট ছবির পরিচালনা করছেন অরূণাভ। নাম 'কনটেন্ট'। ছবিতে অভিনয়ও করছেন তিনি। সেই সঙ্গে মুখ্য চরিত্রে রয়েছেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার প্রেরণা দাস ও সৈকত দে। এই ছবিতে তাঁরা সৈকত-প্রেরণা রূপে অর্থাৎ নিজেদের চরিত্রেই অভিনয় করছেন।
গল্পে একজন কনটেন্ট ক্রিয়েটারের কিডন্যাপ হয়। তারপর সেখান থেকে এগোয় এই ছোট ছবিটি। গল্পের নানা মোড়ে থাকবে রহস্য ও কমেডির ছোঁয়া। থ্রিলার-কমেডি ঘরানার এই ছবিতে অরুণাভ, সৈকত ও প্রেরণার সম্পর্ক কোন দিকে মোড় নেবে সেই উত্তর দেবে ছবিটি।
আজকাল ডট ইন-কে অরুণাভ বলেন, "এই ছোট ছবিটি আমার দ্বিতীয় পরিচালনা। একদম নতুন যাত্রা। দু'জন খুব কাছের বন্ধুকে নিয়ে কাজ করছি। ভাবনাটা অনেকদিন আগেই ছিল। এই গল্পটা কনটেন্ট ক্রিয়েশনের জগতের অনেক দিককে তুলে ধরবে। ছবিতে ক্যামেরার দায়িত্বে থাকবেন জোকার। গানের দায়িত্ব সামলাবেন প্রতীক কুণ্ডু। আশা করি দর্শকের পছন্দ হবে এই কাজটি।"
