নিজস্ব সংবাদদাতা: ছোটপর্দা থেকে বড়পর্দায় তারকাদের পদার্পণ করা নতুন ঘটনা নয়। বহু অভিনেতা-অভিনেত্রীকে দেখা গিয়েছে বড়পর্দায় নিজের দক্ষতা ফুটিয়ে তুলতে। এবার এই তালিকায় যোগ হলেন টলিপাড়ার পরিচালক পাভেল ঘোষ। স্টার জলসার ধারাবাহিক 'হরগৌরী পাইস হোটেল'-এর পরিচালনার দায়িত্ব ছিল তাঁর কাঁধে।
কিন্তু ইচ্ছে ছিল বরাবরই বড়পর্দায় কাজ করার। 'হরগৌরী' শেষ হতেই তাই স্বপ্নপূরণের পথে পা বাড়িয়েছেন পাভেল। শুরু করছেন তাঁর বড়পর্দায় প্রথম যাত্রা। সূত্রের খবর, তাঁর ছবিতে সম্পর্কের গল্প ফুটিয়ে তুলবেন পাভেল। মুখ্য চরিত্রে দেখা যাবে অপরাজিতা আঢ্য, দেবচন্দ্রিমা সিংহ রায়কে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে চলেছে পরিচালক পীযূষ সাহার ছেলে প্রিন্সকে।
যদিও এই ছবি প্রসঙ্গে মুখ খুলতে নারাজ পরিচালক থেকে তারকারা। জানা যাচ্ছে, আগামী মাস থেকেই শুরু হবে ছবির শুটিং। যদিও এখনও নাম চূড়ান্ত হয়নি পাভেলের ছবির। তবে গল্পে যে সম্পর্কের মোড়কে এক অন্যরকম গল্প ফুটিয়ে তুলবেন পরিচালক তা বলাই বাহুল্য। 'হরগৌরী পাইস হোটেল' দর্শকমহলে ব্যপক জনপ্রিয়তা পেয়েছিল। টিআরপিতেও ভাল ফল করত এই মেগা। তাই শেষ হলেও দর্শকের মনে জায়গা ধরে রেখেছে এই ধারাবাহিক। এবার পাভেল পরিচালনায় বড়পর্দার প্রথম ইনিংস কতটা মন কাড়ে দর্শকের, সেটাই দেখার।
