নিজস্ব সংবাদদাতা: বাস্তবতার ভিড়ে কি ফিকে হয়ে যাচ্ছে প্রেম? হারিয়ে যাচ্ছে মনের গহনে থাকা অনুভূতি? প্রশ্ন ওঠে মাঝেমধ্যেই, তবে উত্তর কই? উত্তর দিতে আসছে নতুন বাংলা সিরিজ। পরিচালনায় অর্ণ মুখোপাধ্যায়।
থিয়েটারের মঞ্চ থেকে অভিনয় জগতে পথ চলা শুরু হয়েছিল অর্ণর। এরপর 'অথৈ'-এর মাধ্যমে বড়পর্দায় পরিচালনায় হাতেখড়ি হয় তাঁর। একে একে সিরিজ পরিচালনায় প্রশংসা পেয়েছেন অর্ণ। আরও একবার সিরিজের গল্প বুনবেন তিনি। এবার তাঁর ফ্রেমে ফুটে উঠবে এক অসমবয়সি প্রেমের গল্প।
এই গল্পে নেই কোনও চাকচিক্য। আছে ছাপোষা প্রেম। আর না মনের কথা না বলতে পারার যন্ত্রণা। সূত্রের খবর, এই সিরিজে জুটি বাঁধছেন অ্যানমেরি টম ও আয়ুষ দাস। অ্যানমেরি ছোটপর্দার পরিচিত মুখ। দর্শক তাঁকে শেষ দেখেছিলেন সান বাংলার ধারাবাহিক 'দেবীবরণ'-এ। অন্যদিকে, আয়ুষকে বহু ধারাবাহিক থেকে ছবিতে দেখা গিয়েছে।
এই প্রথমবার একসঙ্গে জুটি বাঁধছেন আ্যানমেরি ও আয়ুষ। অসমবয়সি প্রেমের গল্প নতুন নয়, তবে এই গল্পটি হতে চলেছে বাস্তবতার আয়নার মতো। সিরিজের প্রতিটি পরতে পরতে থাকবে অ্যানমেরি ও আয়ুষের মিষ্টি রসায়ন। টলিপাড়ার অন্দরের খবর, ইতিমধ্যেই শুটিং শেষ হয়েছে এই সিরিজের। ওটিটি প্ল্যাটফর্ম 'ফ্রাইডে'-তে মুক্তি পেতে চলেছে এই সিরিজটি।
