আজকাল ওয়েব ডেস্ক: একদিকে হলিউডের অ্যাকশন আইকন, অন্যদিকে পর্দার সবচেয়ে স্টাইলিশ ও স্মুথ ম্যান—টম ক্রুজ এবং ব্র্যাড পিট। একসঙ্গে এঁদের আবার পর্দায় দেখা যাবে, এমন কল্পনা ভক্তমনে বেঁচে রয়েছে সেই ইন্টারভিউ উইথ দ্য ভ্যাম্পায়ার (১৯৯৪) ছবির পর থেকেই।

 

 

আর সেই জল্পনাকে এবার জ্বালানির মতো উস্কে দিলেন স্বয়ং ব্র্যাড পিট! মেক্সিকোতে নিজের আসন্ন ফর্মুলা ওয়ান-ভিত্তিক সিনেমা এফ ওয়ান (F1)-এর প্রচারে গিয়ে ই-নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এক প্রশ্নে হেসে বললেন, “আমি আমার পশ্চাদ্দেশ প্লেনের বাইরে ঝুলিয়ে রাখব না! টম যদি আবার মাটির কাছাকাছি সিনেমা করে, তবে ভেবে দেখব।”

 

 

টম ক্রুজের দুঃসাহসিক স্টান্ট আজ গোটা দুনিয়ার চর্চার বিষয়। মিশন: ইম্পসিবল – ডিফাইনাল রেকনিং–এ তাঁকে দেখা গেছে পাহাড় বেয়ে ওঠা থেকে শুরু করে প্লেন থেকে ঝুলে পড়তে। সেখানে পিট তুলনামূলকভাবে মাটির কাছাকাছি, বাস্তব নির্ভর এক্সট্রিম থ্রিল চায়।

 

অন্যদিকে এফ ওয়ান (F1) সিনেমা পরিচালনা করছেন ‘টপ গান: ম্যাভেরিক’ ছবিখ্যাত জোসেফ কোসিনস্কি, প্রযোজনায় জেরি ব্রুকহাইমার। কোসিনস্কি একসময় ‘ফোর্ড ভার্সেস ফেরারি’–র জন্য টম ক্রুজ ও ব্র্যাড পিটকে একসঙ্গে কাস্ট করতে চেয়েছিলেন, কিন্তু বাজেটে ছাড় না পাওয়ায় সেই প্রজেক্টে তিনি বাদ পড়েন। ছবিটি পরে নির্মাণ করেন জেমস ম্যানগোল্ড, যেখানে অভিনয় করেন ক্রিশ্চিয়ান বেল ও ম্যাট ডেমন।

 

সম্প্রতি এক সাক্ষাৎকারে কোসিনস্কিকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “টম সবসময় নিজের সীমা পেরিয়ে যায়, কিন্তু ও খুবই দক্ষ। তবু হ্যাঁ… মাঝে মাঝে আমাদেরও একটু ভয় পাইয়ে দেয়।” অর্থাৎ, ছবিপ্রেমীদের বহুদিনের স্বপ্ন—ক্রুজ-পিট জুটি—আবার ফিরতে পারে, যদি টম প্লেন বা পাহাড় ছেড়ে মাটিতে পা রাখেন!

 

এই মুহূর্তে তাই হলিউড জুড়ে গুঞ্জন—একটি ‘স্টান্ট’ আর একটি ‘স্টেটমেন্ট’ কি একসঙ্গে আসছে পর্দায়? সময় বলবে, তবে উত্তেজনায় দমবন্ধ করে অপেক্ষা করছেন সিনেমাপ্রেমীরা!