আজকাল ওয়েব ডেস্ক: লন্ডনের ব্র্যাড পিটের নয়া ছবি ‘এফ ওয়ান’ (F1)-এর প্রিমিয়ারের রেড কার্পেট সাক্ষী রইল এক কিংবদন্তি মুহূর্তের—একসঙ্গে দেখা গেল ব্র্যাড পিট ও টম ক্রুজ-কে! ‘এফ ওয়ান’ (F1)-এর প্রিমিয়ারে যখন ব্র্যাড হাজির হলেন, তাঁর পাশে দেখা গেল টম ক্রুজকে—এবং ঠিক তাতেই শেষ দর্শকের হল ২৪ বছরের দীর্ঘ প্রতীক্ষা।

 

 

দু’জনে একসঙ্গে ক্যামেরার সামনে পোজ দিলেন, করলেন পরস্পরকে হাসিমুখে আলিঙ্গন, আর চারপাশে ভিড় জমাল ক্যামেরার ফ্ল্যাশ—এ যেন হলিউডের দুই সুপারস্টারের হারিয়ে যাওয়া ব্রোম্যান্সের নতুন অধ্যায়।

 

হলিউডের এই শীর্ষস্থানীয় দুই বিখ্যাত তারকা শেষবার একসঙ্গে দেখা গিয়েছিল ২০০১ সালে। তাই অনেকে প্রশ্ন করছেন—এই জুটি একসঙ্গে রেড কার্পেটে হাঁটলে এত শোরগোল কেন? কারণ, শেষবার ব্র্যাড-টম-কে একসঙ্গে ক্যামেরায় ধরা পড়তে দেখা গিয়েছিল ২০০১ সালের ‘আমেরিকা: আ ট্রিবিউট টু হিরোজ ’ কনসার্টে। তার আগে এই দুই তারকা একমাত্র একসঙ্গে অভিনয় করেছিলেন ১৯৯৪ সালের কাল্ট হরর-ফ্যান্টাসি ‘ইন্টারভিউ উইথ দ্য ভ্যাম্পায়ার’ ছবিতে।

 

এখন তাঁদের আবার একফ্রেমে দেখা যাওয়া মানে শুধু পুরনো স্মৃতি নয়, বরং প্রশ্ন—তাঁরা কি আবার কোনও ছবিতে একসঙ্গে আসছেন? যদিও মূল ফোকাস ছিল ব্র্যাড পিটের নতুন সিনেমা ‘এফ ওয়ান’, যেখানে তিনি অভিনয় করছেন সানি হেইস চরিত্রে—এক প্রাক্তন ফর্মুলা ওয়ান রেসার, যিনি ফিরে আসছেন ট্র্যাকে একজন তরুণ ড্রাইভারকে মেন্টর করতে। ড্যামসন ইড্রিস অভিনয় করেছেন সেই তরুণ রেসারের চরিত্রে, আর এই সিনেমার স্পেশালিটি হল—বাস্তব এফ ওয়ান উইকেন্ডে শুটিং, যেখানে ব্র্যাড ও ড্যামসন নিজেরাই গাড়ি চালিয়েছেন!

 


ড্যামসন ইড্রিস, এই প্রজন্মের প্রতিভাবান অভিনেতা, স্পষ্ট করেই জানালেন তাঁর জীবনের সবচেয়ে সুররিয়াল মুহূর্তটি। এক রেড কার্পেট সাক্ষাৎকারে বলেন— “সেই মুহূর্তটা ছিল ইংল্যান্ডের সিলভারস্টোনে। আতসবাজি ছুটছে, আমি ডানদিকে দেখি ম্যাক্স ভেরস্টাপেন, বাঁদিকে ব্র্যাড পিট! আর আমি ভিতরে ভিতরে তো চিৎকার করছিলাম—ভাবছিলাম, আমি কীভাবে আরও হ্যান্ডসাম দেখাবো! কারণ, ব্র্যাড পিট যে অসম্ভব হ্যান্ডসাম! আমি ধন্য যে এই ছবির অংশ হতে পেরেছি।”

 

সিনেমায় একাধিক রিয়েল লাইফ এফ ওয়ান (F1) তারকা ক্যামিও থাকছে—যা দর্শকদের কাছে এক্সট্রা থ্রিল এনে দেবে নিঃসন্দেহে।