সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?


জুটিতে প্রিয়াঙ্কা-দিলজিৎ?

সম্প্রতি, মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে বনি কাপুর জানান বহুদিন ধরেই দিলজিৎ দোসাঞ্জ-এর সঙ্গে কাজ করার ইচ্ছে তাঁর। কিন্তু ঘটনাচক্রে বহু বছর ধরে চেষ্টা করলেও তা আর হয়ে উঠছে না। বনি কাপুরের কথায়, "প্রায় ছয়-সাত বছর আগে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে দিলজিতের জুটি বাঁধার কথা ছিল একটা ছবিতে। প্রিয়াঙ্কা রাজি থাকলেও সেই সময় দিলজিতের সময় হয়নি। তাই আর ছবিটিই করা হয়নি। তবে ভবিষ্যতে ওঁর সঙ্গে কাজ করার ইচ্ছে রয়েছে।"

 

জুটিতে আমির-রণবীর!

আমির খান অভিনীত 'পিকে' ছবিতে ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল রণবীর কাপুরকে। তারপর আর একসঙ্গে কাজ করেননি দুই তারকা। কিন্তু সম্প্রতি সমাজ মাধ্যমে ছড়িয়েছে একটি ছবি যা দেখে নেটিজেনদের দাবি, এবার হয় তো একসঙ্গে কাজ করতে চলেছেন আমির-রণবীর। আমির খানের দেহরক্ষীর সঙ্গে একটি ছবি তুলতে দেখা যায় রণবীরকে। তারপর থেকেই এই জল্পনা তুঙ্গে। 

 

আল্লু অর্জুনের বাড়ি ভাঙচুর 

'পুষ্পা ২'-এর প্রিমিয়ারে এসে পদপিষ্ট হয়ে মহিলার মৃত্যুর কারণে গ্রেপ্তার হন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। যদিও কয়েক ঘন্টার মধ্যেই বেল পেয়ে যান অভিনেতা। তবুও ক্ষুব্ধ জনগণ। তাঁর বাড়িতে এসে ভাঙচুর করতে দেখা যায় ৬ জনকে। ধৃত ৬ জনকে পুলিশ গ্রেপ্তার করলেও সোমবার বেল পেয়ে যান তারা। বারবার ওই মৃতার পরিবারের কাছে শোকপ্রকাশ করলেও কিছুতেই ফাঁড়া কাটছে না আল্লু অর্জুনের।