বর্তমানে ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস যেন আর বাঁধ মানছে না। ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি যে ভারতে। যদিও তাঁর এই তিনদিনের দ্য গোট ইন্ডিয়া ট্যুরের প্রথম গন্তব্য কলকাতার ইভেন্ট বিশৃংখলার কারণে পণ্ড হয়েছে, তবে এখনও তাঁর তিনটি শহরে অনুষ্ঠান বাকি। শনিবার তিনি কলকাতা থেকে হায়দরাবাদ উড়ে গেলেন। আগামীকাল, রবিবার যাবেন মুম্বই। সেখানকার অনুষ্ঠানে বসবে চাঁদের হাট। থাকবেন একাধিক বলিউড তারকারা। তালিকায় আছে কাদের নাম?
আগামী ১৪ ডিসেম্বর মুম্বইয়ে মেসি, সুয়ারেজ, ডি'পল ৪৫ মিনিটের একটি চ্যারিটি ফ্যাশন ডিসপ্লেতে অংশ নেবেন। সেই অনুষ্ঠানে হাঁটবেন জ্যাকি শ্রফ, টাইগার শ্রফ, জন আব্রাহাম, প্রমুখ। এই অনুষ্ঠান দেখতে আসবেন আরও একাধিক তারকা, ক্রিকেটাররা। বলাই বাহুল্য এই অনুষ্ঠানটি ভারতের দুই সবথেকে বড় উন্মাদনাকে এক করবে, সিনেমা এবং ফুটবল।
রবিবার দিনই ওয়াংখেড়ে স্টেডিয়ামে যাবেন আরও একটি ইভেন্টে যোগ দিতে। এই ইভেন্টে উপস্থিত থাকতে পারেন করিনা কাপুর খান। ফলে মুম্বইয়েও একাধিক কর্মসূচি রয়েছে যে লিওনেল মেসির সেটা বলার অপেক্ষা রাখে না।
তবে এই বিষয়ে বলে রাখা ভাল, শনিবার সকালে সাড়ে ১১ টা নাগাদ যখন মেসি যুবভারতী স্টেডিয়ামে আসেন, তার কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যায় চরম বিশৃংখলা। মেসিকে দেখতে না পাওয়ায় অভিযোগ তুলে দর্শকাশন থেকে জলের বোতল, চেয়ার তুলে মাঠে ছুঁড়ে মারা হতে থাকে। এরপরই তড়িঘড়ি তাঁকে বের করে নিয়ে যাওয়া হয়। এদিনের অনুষ্ঠানে মাঠে আসতেই পারেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শাহরুখ খান। সৌরভ গঙ্গোপাধ্যায় এলেও তাঁকেও বের করে নিয়ে যাওয়া হয়। ক্ষুব্ধ জনতা গোটা স্টেডিয়ামে ভাঙচুর চালায়। ধরিয়ে দেওয়া হয় আগুনও যদিও তা তৎপরতার সঙ্গে নেভানো হয়। কিন্তু সবটা মিলিয়ে চরম বিশৃংখলা তৈরি হয়। এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও।
কলকাতা সফরে, ১৩ ডিসেম্বর যে হোটেলে ছিলেন সেই হোটেলে থেকেই ভার্চুয়ালি নিজের ৭০ ফুটের মূর্তি উদ্বোধন করেন লিওনেল মেসি। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন মন্ত্রী সুজিত বসু। লেকটাউনের এই মূর্তি উদ্বোধনের অনুষ্ঠানেই দেখা মেলে শাহরুখ খানের। ছেলে আব্রামের হাত ধরে তিনি আসেন। কথা বলেন মেসির সঙ্গে। করমর্দন সেরে তোলেন ছবিও।
প্রসঙ্গত, সকাল ন'টা থেকেই শুরু গান-বাজনা। গান করেন অনীক ধর। বলিউডের হিট নম্বরের পাশাপাশি ছিল মেসিকে নিয়ে বিশেষ গান। আর্জেন্টিনার ট্যাঙ্গো এবং রবীন্দ্রনৃত্য মিলিয়ে নৃত্য পরিবেশন করা হয়। দ্বিতীয়বার মেসির পা যুবভারতীতে পড়ার আগেই তৈরি এক ম্যাজিক্যাল মুহূর্ত। সকাল ১০.১৫ মিনিট থেকে শুরু হয় অনুষ্ঠান। চলে প্রায় ১০.৪৫ পর্যন্ত। কিন্তু সময় গড়াতেই ছবি বদলে যায়।
