সংবাদ সংস্থা মুম্বই: ‘অ্যানিম্যাল’ ছবির হিংস্রতা, পুরুষবাদ হইচই ফেলে দিয়েছিল। কাঠগড়ায় তোলা হয়েছে ছবির নায়ক রণবীর কপূর, খলনায়ক ববি দেওল থেকে পরিচালক সন্দীপ রেড্ডি ভঙ্গাকে। সন্দীপ রেড্ডি ভঙ্গা পরিচালিত ছবিকে ঘিরে নানা সমালোচনা হয়েছিল। ছবিতে মহিলাদের অসম্মানিত করা হয়েছিল বলেও অভিযোগ ওঠে। দর্শক-সমালোচক দুই মহলের একটি বড় অংশ দাবি করেছিলেন এ ছবি সরাসরি নারীবাদ-বিরোধী বার্তা সোচ্চারে প্রচার করছে। এবার এই বিষয় নিয়ে ফের মুখ খুললেন ‘অ্যানিম্যাল’ ছবির অন্যতম অভিনেত্রী তৃপ্তি দিমরি।
এই সিনেমা মুক্তির পরে রাতারাতি প্রচারের আলোয় চলে আসেন তৃপ্তি। তবে ‘অ্যানিম্যাল’ ছবিতে রণবীর কাপুরের সঙ্গে শয্যাদৃশ্যে অভিনয় থেকে জুতো চাটার দৃশ্যে অভিনয় করার পর সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। ‘বুলবুল’ ও ‘কলা’ ছবিতে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন তৃপ্তি। তার পরেই সন্দীপ রেড্ডি বঙ্গার ছবিতে ঘনিষ্ঠ দৃশ্যে তাঁকে দেখে চটেছিলেন অনুরাগীরা। অভিনেত্রীর বিরুদ্ধে ধেয়ে এসেছিল বিস্তর সমালোচনা। এক সাক্ষাৎকারে ‘অ্যানিম্যাল’ ছবি প্রসঙ্গে তৃপ্তি জানালেন, তিনি মনে করেন না এই ছবি ‘নারীবিদ্বেষী’। তাঁর কথায়, “আমি কোনও ছবিকে কোনওরকম তকমা দিতে নারাজ। আমার মনে হয় না, এই ছবি মহিলাদের অসম্মান করেছে ,ঠিক যেমন মনে হয় না বুলবুল ছবিটির গল্প নারীবাদী। ছবিতে কাজ করার আগে চিত্রনাট্য পড়ে বুঝেছিলাম প্রস্তাবিত চরিত্রটি ছুঁতে পাচ্ছে কি না আমাকে, পরিচালকের উপর ভরসা ছিল, তাই মনে হয়েছিল এই ছবিতে কাজ করা উচিত আমার।”
সন্দীপ স্যার যখন আমাকে এই চরিত্রে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন, ছবির পুরো গল্প উনি শোনাননি আমাকে। তবে আমার চরিত্রটির বিষয়ে সম্পূর্ণ অবহিত করেছিলেন। শুধু বলেছিলেন, এই ছবিতে উনি আমার চোখে-মুখে সারল্য ফোটাতে হবে আর বুকের ভিতরে থাকবে নিজের লক্ষ্যপূরণের দাউদাউ আগুনের মতো জ্বলন্ত স্পৃহা। এই ব্যাপারটা আমার দারুণ লেগেছিল। আর তাছাড়া তখনও পর্যন্ত বড়সড় বাজেটের স্কেলের ছবিতে কোনওদিন অভিনয় করিনি। তাই এই ধরনের ছবির অংশ হওয়ারও ইচ্ছে ছিল।”
আরও একটা কথা। ‘বুলবুল’ ও ‘কলা’ আমার চেনা গণ্ডির ছবি। এই ছবিতে অভিনয় করার সময় আমি স্বচ্ছন্দ ছিলাম। আমার এমনিতেই এই ধরনের চরিত্রে অভিনয় করতে ভাল লাগে। কিন্তু ‘অ্যানিম্যাল’-এর চরিত্র আমার কাছে সহজ ছিল না। ‘অ্যানিম্যাল’-এ জোয়ার চরিত্রের আচরণে ছিল সারল্য ও নীরবতা। কিন্তু, একই সঙ্গে তার ভিতরে ছিল সাহসের জ্বলন্ত আগুন এমনই মনে করেন তৃপ্তি। সবমিলিয়ে এইসব কারণের জন্যেই ‘অ্যানিম্যাল’ ছবিতে অভিনয় করতে রাজি হয়ে গিয়েছিলেন তৃপ্তি।
