সংবাদসংস্থা মুম্বই: 'অ্যানিমেল'-এর সাফল্যের পর কেরিয়ারে মোড় ঘুরে যায় বলি অভিনেত্রী তৃপ্তি দিমরির। নেটিজেনদের থেকে পান 'ন্যাশনাল ক্রাশ'-এর তকমা। ধীরে ধীরে অন্যান্য ছবির মাধ্যমেও দর্শকের নজর কেড়েছেন অভিনেত্রী। 


তাঁর অভিনয় থেকে ব্যক্তিগত জীবন, সবটাই থাকে নেটিজেনদের চর্চায়। ব্যবসায়ী স্যাম মার্চেন্টের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও উঠে আসে নানা কৌতূহল। তবে গুজবে কান দেন না তৃপ্তি। কাজকে সঙ্গী করে তিনি এগিয়ে চলেছেন নিজের লক্ষ্যে। 


এবার তৃপ্তি দিমরি  শাহরুখ, আলিয়া, দীপিকা, ঐশ্বর্যর থেকে কেড়ে নিলেন সেরার মুকুট! 'আইএমডিবি' তালিকায় দেশের সবচেয়ে জনপ্রিয় তারকার আসন ছিনিয়ে নিলেন তৃপ্তি দিমরি। তবে শুধু শাহরুখ, আলিয়া, দীপিকা, ঐশ্বর্য নয়। এই তালিকায়, তৃপ্তি পিছনে ফেললেন দক্ষিণী তারকা সামান্থাকেও। সম্প্রতি, প্রকাশ্যে এসেছে 'আইএমডিবি'র সেরা ১০ জন জনপ্রিয় তারকার তালিকা। যার শীর্ষে আছেন তৃপ্তি। অভিনেত্রীর কেরিয়ারে যোগ হল আরও একটি সম্মানের পালক। 


প্রসঙ্গত, আগামীতে তৃপ্তিকে শাজিয়া ইকবালের পরিচালনায় ধর্মা প্রযোজনা সংস্থার ব্যানারে 'ধড়ক ২'-এ দেখা যাবে। তাঁর বিপরীতে থাকছেন অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদী। দুই ভিন্ন মেরুর মানুষের প্রেম কাহিনি ফুটে উঠবে ছবির গল্পে।