পরিণীতি চোপড়া কি মা হতে চলেছেন? বলিউডে কয়েকদিন ধরেই এই প্রশ্ন উঠে আসছে। সম্প্রতি ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে স্বামী তথা রাজনীতিবিদ রাঘব চাড্ডার সঙ্গে অতিথি হিসেবে এসেছিলেন অভিনেত্রী পরিণীতি। হাস্যরসের আবহে ঘটে গেল এমন এক মুহূর্ত, যা ঘিরে জল্পনার ঝড় সোশ্যাল মিডিয়ায়। কারণ, রাঘবের মুখে বেরিয়ে এসেছে এক রহস্যজনক ‘গুড নিউজ’-এর ইঙ্গিত, আর তাতেই শোরগোল বলিউড অন্দরে। আর জল্পনার নেই, এবার সত্যিই এল সুখবর। সন্তান আসার খবর সমাজমাধ্যমে দিলেন পরিণীতি চোপড়া।
সোমবার সমাজমাধ্যমে একটি কেকের ছবি ভাগ করেন পরিণীতি। সেই কেকের উপর লেখা, '১+১=৩'। সঙ্গে রাঘবের সঙ্গে পথ চলার একটি ভিডিও ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। এই পোস্ট করে পরিণীতি লেখেন, "আমার ছোট্ট পৃথিবী খুব তাড়াতাড়ি আসছে। আপনাদের আশীর্বাদ কাম্য।'
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by @parineetichopra
পরিণীতির এই পোস্টে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন বলি তারকা থেকে অনুরাগীরা। এবার রাঘবের কথার মানে দুয়ে দুয়ে চার করেছেন নেটিজেনরা। কী এমন বলেছিলেন রাঘব চাড্ডা? কপিল শর্মা হাসতে হাসতে জিজ্ঞেস করেন—“বিয়ের পর আপনাদের বাড়িতেও কি নাতি বা নাতনির জন্য চাপ এসেছে?” রাঘব সঙ্গে সঙ্গে বলে বসেন— “দেব আপনাকে, দেব... খুব জলদি সুখবর দেব!” এমন মন্তব্যে হকচকিয়ে যান পরিণীতি। চোখ কপালে তুলে বিস্ময়ে তাকিয়ে থাকেন রাঘবের দিকে। রাঘব পরে আবার বলেন— “দেব... মানে, এক সময় দেবই।”
এই কথাতেই গুঞ্জনের শুরু হয়েছিল তবে কি পরিণীতি সন্তানসম্ভবা? আর এবার এর উত্তর এল। যদিও পরিণীতির গর্ভাবস্থা নিয়ে গুঞ্জন আগে থেকেই চলছিল। বিয়ের পর বেশ কয়েকবার তাঁকে ঢিলেঢালা পোশাকে দেখা গিয়েছে, যার ফলে শুরু হয়েছিল ‘বেবি বাম্প’ জল্পনা। তবে প্রতিবারই পরিণীতি সাফ জানিয়েছিলেন, “আমি এখনই মা হচ্ছি না। এই ধরনের অনুমান করা খুবই অসংবেদনশীল।”
২০২৩ সালে জাঁকজমকভাবে বিয়ের অনুষ্ঠানে সাত পাকে বাঁধা পড়েন পরিণীতি ও রাঘব। উদয়পুরের লি লা প্যালেস-এ এক ঘনিষ্ঠ আয়োজনে চার হাত এক করেছিলেন অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং রাজনীতিক রাঘব চাড্ডা। বলিউড ও রাজনৈতিক জগতের বহু পরিচিত মুখ উপস্থিত ছিলেন সেই বিয়েতে, যার কিছু ঝলক আজও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। পেশাগত দিক থেকে পরিণীতিকে শেষ দেখা গিয়েছিল ‘আমর সিং চমকিলা’ ছবিতে দিলজিৎ দোসাঞ্জের বিপরীতে। বিয়ের পর থেকেই মুম্বই ছেড়ে দিল্লিতে রয়েছেন তিনি। দিল্লিতেই তাঁর সুখের সংসার। এবার দুই থেকে তিন হওয়ার খবর নিজেরাই ভাগ করে নিলেন তারকা দম্পতি।