সংবাদ সংস্থা মুম্বই: সাতসকাল প্রবল ভূমিকম্প নেপালে। রিখটার স্কেলে ৭.১ মাত্রার কম্পন অনূভূত হল উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকায়। প্রথম কম্পনের পরে আরও দুবার আফটার শকে কেঁপে ওঠে নেপাল-তিব্বত সীমান্ত। ন্যাশনাল সেন্টার ফর সেসমিলজি সূত্রে খবর, মঙ্গলবার সকাল ৬টা ৩৫ মিনিটে প্রথম ভূমিকম্পটি অনূভূত হয়। কম্পনের উৎসস্থল নেপাল-তিব্বত সীমান্তের কাছে শিজ্যাং। মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে কম্পন হয় রিখটার স্কেলে ৭.১ মাত্রায়। তীব্রতা অনুযায়ী এদিনের কম্পনের মাত্রার নিরিখে তীব্র ভূমিকম্প পর্যায় পড়ে। গত পাঁচ বছর ধরে নেপালের এই এলাকায় অন্তত ৩০টি মৃদু কম্পন হয়েছে। তবে মঙ্গলবার বিরাট মাত্রায় কাঁপল নেপাল-তিব্বত সীমান্ত। তবে কোনওকিছুই টলাতে পারেনি অভিনেত্রী মনীষা কৈরালার জীবনযাপনের নিয়ম এবং ফিটনেসের প্রতি তাঁর অধ্যবসায়।  ভূমিকম্পের পরেও জিমে গিয়ে একমনে শরীরচর্চা করলেন দিল সে ছবির নায়িকা! 

 

 

মনীষার মাতৃভূমি নেপাল। এইমুহূর্তে সেখানেই রয়েছেন তিনি। ভূমিকম্পের পর সকালেই কাঠমান্ডুর এক জিমে হাজির হয়েছেন তিনি! ৫৪ বছর বয়সেও শরীরচর্চা তাঁর জীবনের অন্যতম যাপন। ট্রেডমিলে হাঁটা, দৌড় -চলল সবই।  নীল জ্যাকেট, মানানসই টুপি আর গোলাপি স্কার্ফে মনীষাকে দেখা গিয়েছে শরীরচর্চা করতে।  ইনস্টাগ্রাম স্টোরিতে তাঁর সেই শরীরচর্চার ভিডিয়ো আপলোড করে তিনি লিখেছেন, “সকালে ভূমিকম্প আমাদের জাগিয়ে দেওয়ার পরে!!’ এর সঙ্গে ‘হ্যাশট্যাগ আর্থকোয়েক’ লিখে জুড়ে দিয়েছেন তিনি।