সংবাদ সংস্থা মুম্বই: ‘নারী-পুরুষ সমান সমান’ প্রসঙ্গে প্রায় সর্বক্ষণই গলার আওয়াজ চড়ান কঙ্গনা রানাওয়াত। সমাজ থেকে শুরু করে ফিল্ম ইন্ডাস্ট্রিতেও পুরুষ-আধিপত্য বেশি, এমন দাবি বরাবরই শোনা গিয়েছে এই বিজেপি সাংসদ-অভিনেত্রীর মুখে। বিভিন্ন সময়ে একাধিক কারণে ধারালো কটাক্ষ হেনেছেন বলিপাড়ার প্রথম সারির অভিনেত্রীদেরও। এবার সেই কঙ্গনার-ই গলায় উল্টো সুর। একাধিক জনপ্রিয় বলি-অভিনেত্রীদের প্রশংসা শোনা গেল তাঁর মুখে। একইসঙ্গে নিজের জন্মস্থান হিমাচল প্রদেশের শ্রমজীবী মহিলাদের হয়ে জোর গলায় আওয়াজ তুলতেও দেখা গেল তাঁকে।
সমাজমাধ্যমে নিজের অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করেছেন কঙ্গনা। সেই পোস্টে রয়েছে তাঁর সঙ্গে প্রীতি জিন্টা, ইয়ামি গৌতম এবং ‘লাপতা লেডিজ’ ছবিখ্যাত অভিনেত্রী প্রতিভা রান্তা। এই চার অভিনেত্রীর জন্মস্থান হিমাচল প্রদেশ। সেকথা উল্লেখ করে কঙ্গনা ছবির ক্যাপশনে লিখেছেন, ‘হিমাচলের বাসিন্দারা’। তবে এই ক্যাপশন দিয়েই থেমে যাননি ‘ক্যুইন’। গলা ছড়িয়েছেন হিমাচল প্রদেশের শ্রমজীবী নারীদের হয়েও, যাঁরা প্রচার ও ক্যামেরার আড়ালে নিজেদের কাজ করে চলেছেন প্রতিদিন, প্রতিনিয়ত।
জাতীয় পুরস্কার প্রাপ্ত এই অভিনেত্রী লিখলেন তিনি তাঁর রাজ্যের এমন বহু শ্রমজীবী মহিলাদের আকছার দেখেছেন যাঁরা তাঁর থেকে তো বটেই এই অভিনেত্রীদের মতো কিংবা তাঁদের থেকেও সুন্দর দেখতে। এবং সেই সমাজমাধ্যমের প্রচারের আলোর বাইরে থাকা মহিলারা প্রতিদিন নিজেদের জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন কোনও হাল্লা ছাড়াই। কঙ্গনার মতে, “আমি দৃঢ়ভাবে মনে করি, এঁদের হয়ে গলা চড়ানো উচিত।”
