শরীরে বাসা বেঁধেছে ক্যানসার। মারণরোগ তাঁকে কোনওভাবে দমিয়ে রাখতে পারেনি৷ চিকিৎসা চলাকালীন বিরতি দেননি কাজে। যন্ত্রণার ছিটেফোঁটা আঁচ কর্মক্ষেত্রে লাগতে দেননি হিনা খান৷ মারণ রোগের সঙ্গে লড়াইয়ের বিভিন্ন মুহূর্ত সমাজ মাধ্যমে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী হিনা খান।
টেলিভিশনের জনপ্রিয় মুখ হিনা খান—“ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়”, “কসৌটি জিন্দেগি কে ২” কিংবা “বিগ বস ১১”-এর মতো শো-তে যিনি নিজের অভিনয়ের ছাপ রেখেছেন—ঠিক এক বছর আগে ঘোষণা করেছিলেন, তিনি ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত। চিকিৎসা, কেমোথেরাপি আর শারীরিক-মানসিক লড়াইয়ের এক কঠিন সময় পেরিয়ে অবশেষে আবার ক্যামেরার সামনে ফিরেছেন তিনি। কিন্তু, তার এই কামব্যাক পথ একেবারেই মসৃণ নয়—বলিউড-টেলিভিশন ইন্ডাস্ট্রির একাংশ এখনও যেন দ্বিধায়।

হিনা খোলাখুলি বললেন— “কেউ সরাসরি বলেনি যে আমি পুরোপুরি সেরে উঠিনি, কিন্তু আমি বুঝতে পারছি, কিছুটা ইতস্তত ভাব রয়েছে। হয়তো তারা ঠিক কারণেই ভাবছে, কিন্তু এই নিয়ম আমাকেই ভাঙতে হবে।”
‘পতি পত্নী ঔর পঙ্গা’ দিয়ে নতুন পথচলা শুরু। ক্যান্সার-পরবর্তী প্রথম প্রজেক্ট হিসেবে কালার্স চ্যানেলের রিয়েলিটি শো ‘পতি পত্নী ঔর পঙ্গা’-তে ফিরেছেন হিনা। অনুষ্ঠানে থাকছেন আরও কয়েকজন জনপ্রিয় সেলিব্রিটি জুটি—দেবিনা ব্যানার্জি-গুরমিত চৌধুরী, রুবিনা দিলাইক-অভিনব শুক্লা, অবিকা গোর-মিলিন্দ চন্দওয়ানি, স্বরা ভাস্কর-ফাহাদ আহমদ, গীতা ফোগাট-পবন কুমার এবং সুশীল কৌতুকশিল্পী সুধেশ লেহরি-তার স্ত্রী মমতা লেহরি।
শো-এর ফরম্যাট মজার—প্রতিযোগী দম্পতিরা একে অপরের জীবনে ‘গেস্ট’ হয়ে যাবতীয় মজার চ্যালেঞ্জ সম্পূর্ণ করবেন।
হিনার কথায়—“এটা আমার জন্য বড় পরীক্ষা ছিল—স্বাস্থ্য নিয়ে সন্দেহ ছিল, পারব তো? এখন পর্যন্ত ভালই চলছে, যদিও একটু ক্লান্তি আসে। তবে আমি ডিজিট্যাল শো হোক, সিনেমা হোক—সব কিছুর জন্য প্রস্তুত।” তবে হিনার গোপন স্বপ্ন—স্পাইয়ের চরিত্রে অভিনয়। শুধু রিয়েলিটি শো নয়, হিনা নিজের অভিনয়জীবনে নতুন ধারা আনতে চান। অভিনেত্রীর কথায়, “আমি খুব চাই কোনও স্পাই ইউনিভার্সের অংশ হতে—ওটিটি হোক বা বড়পর্দা। ‘স্পেশাল অপস’ দেখে মনে হয়েছে, আমিও এমন কোনও চরিত্রে অভিনয় করতে চাই। আমি ম্যানিফেস্ট করছি।”
স্তন ক্যানসারের পর বিনোদনজগতে ফেরা—রীতিমতো এক কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি, দাবি অভিনেত্রীর। হিনা খোলাখুলি স্বীকার করেছেন, গত এক বছরে কেউ তাকে কোনও কাজের অডিশনের ডাক দেননি। তাই তো জোর গলার বলছেন হিনা — “আমি প্রস্তুত, কিন্তু সুযোগই আসেনি। এখন আমি বলছি—দয়া করে ডাকুন, আমি প্রস্তুত।”
এই কামব্যাক শুধু একজন অভিনেত্রীর গল্প নয়—এটি এক অদম্য মনের, অনমনীয় সাহসের এবং স্বপ্নের গল্প, যা হয়তো বিনোদন দুনিয়ার অনেক পুরনো ধ্যান-ধারণা ভাঙতে সাহায্য করবে।
প্রসঙ্গত, গত জুন মাসে দীর্ঘদিনের প্রেমিক রকি জয়সওয়ালের সঙ্গে গাটছঁড়া বেঁধেছেন এই জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী। কলকাতার ব্যবসায়ী পরিবারের ছেলে রকি জয়সওয়ালের সঙ্গে বহুদিনের সম্পর্ক হিনা খানের। নিজেকে একেবারে পারফেক্ট প্রেমিক হিসেবে প্রমাণ করেছেন রকি। আগাগোড়া ক্যানসার আক্রান্ত হিনার প্রায় ছায়াসঙ্গী হিসেবেই রয়েছেন রকি। প্রেমিকার মনোবল বাড়াতে কখনও মাথা কামিয়েছেন। কখনও মুখে তুলে দিয়েছেন খাবার। আবার কখনও বা মক্কায় সফরসঙ্গী হয়েছেন। অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন যুগল।
কোনও ধর্মীয় আচার নয়, একেবারে সাদামাঠাভাবে আইনি মতে বিয়ে সারলেন তারকা যুগল। দু’জনে পরেছিলেন রংমিলান্তি পোশাক, হাতে বড় হিরের আংটি। বিয়ের আসরে বরকে চুমু খেতেও দেখা গেল অভিনেত্রীকে। ইনস্টাগ্রামে শুভক্ষণের বিভিন্ন ছবি ভাগ করে নিয়ে হিনা লিখেছেন, ‘‘দুটি পৃথক জগৎ থেকে এসে আমরা ভালবাসার এক বিশ্ব তৈরি করেছি। আমাদের পার্থক্যগুলো ম্লান হয়ে গেছে, আমাদের হৃদয় একসঙ্গে হয়েছে। আমরা আজীবনের বন্ধন তৈরি করলাম....।"
