সংবাদসংস্থা মুম্বই: এক সময় 'দ্য কেরালা স্টোরি' নিয়ে কম জলঘোলা হয়নি। বক্স অফিসে ছবিটি চলেছিল রমরমিয়ে। সেখানে নজর কেড়েছিলেন আদা শর্মা। দর্শক মহলে জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম তিনি। সমাজমাধ্যমেও দারুণ সক্রিয় অভিনেত্রী। সম্প্রতি, ঘোর বিপদের মুখে পড়েছিলেন আদা। গুরুতর চোটও লেগেছিল তাঁর।
মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, আসন্ন অ্যাকশন থ্রিলার ছবির শুটিং সেটে গুরুতর জখম হয়েছেন 'দ্য কাশ্মীর ফাইলস' খ্যাত অভিনেত্রী আদা শর্মা। মধ্যরাতে স্ট্যান্টের মহড়া দিতে গিয়েই ঘটেছে মারাত্মক দুর্ঘটনা। সূত্রের খবর, চোট এতটাই গুরুতর যে তাঁর নাকে বেশ ভালই আঘাত লেগেছে। তবুও কাজ থামাননি, একজন পেশাদার অভিনেত্রীর মতো মহড়া চালিয়ে গিয়েছেন।
এই বিষয়ে আদা এক সাক্ষাৎকারে বলেন, "ব্যথা তো সাময়িক। সিনেমার কাজও শেষ। যে রাতে আমার চোট লেগেছে তখন একটি মিউজিক ভিডিও-র শুটিং করছিলাম। আইস প্যাক লাগিয়েছি, সেই সঙ্গে মেক আপ দিয়ে ফোলা অংশ ঢেকে দেওয়া হয়েছে। এই ঘটনার পরে কাজ করতে গিয়ে মনের আরও জোর পেয়েছি।"
ভৌতিক ঘরানার ছবি '১৯২০'র হাত ধরে প্রথম বলিউডে অভিষেক হয় আদার। এই ছবিতে তাঁর অভিনয় যথেষ্ট প্রশংসিত হত। এরপরে একাধিক হিট ছবির অংশ হয়ে থেকেছেন তিনি। আগামী ছবিতে নাকি আদাকে অ্যাকশন অবতারে দেখা যেতে চলেছে।
