সংবাদ সংস্থা মুম্বই: এইমুহুর্তে জোর চর্চায় বিক্রান্ত ম্যাসি। বড়পর্দা থেকে ওটিটি, সব জায়গাতেই শুরু করেছেন সাম্রাজ্য বিস্তার। সম্প্রতি, সমাজমাধ্যমে অভিনেতাকে শাহরুখ খানের সঙ্গে তুলনা করলেন এক নেটিজেন। তার অন্যতম কারণ শাহরুখের মতো বিক্রমও নিজের কেরিয়ার ছোটপর্দা থেকেই শুরু করেছিলেন। সমাজমাধ্যমে অভিনেতার সম্পর্কে লেখা হয়েছে, "পরবর্তী শাহরুখ খান।" এবার এই বিষয়ে মুখ খুললেন বিক্রান্ত স্বয়ং। জানালেন শাহরুখ খানের মতো একজন বিশ্বব্যাপী তারকার সঙ্গে তাঁর তুলনা করাটাই অত্যন্ত সম্মানের। এবং তার জন্য তিনি কৃতজ্ঞও বটে। এবং এরপরেই বোমাটা ফাটালেন 'টুয়েলফথ্ ফেল'-এর নায়ক।
সটান জানিয়ে দিলেন, তিনি চান না শাহরুখের সঙ্গে তাঁর তুলনা হোক!
বিক্রান্তের যুক্তি, বলিউডে ৩৫ বছরেরও বেশি সময় ধরে কাজ করছেন শাহরুখ। আর তিনি সেখানে মাত্র ১০-১২ বছর। তাই এই তুলনা যতই আনন্দ দিক তাঁকে, শেষ পর্যন্ত তা পোক্ত অর্থবহ হয় না।
শোনা যাচ্ছে, ছবিতে প্রধান খলচরিত্রে দেখতে পাওয়ার সম্ভাব্য অভিনেতার নাম। জোর খবর, 'ডন' রণবীরকে নাস্তানাবুদ করতে বিক্রান্ত ম্যাসিকে হাজির করছেন ফারহান আখতার!
যদিও এই খবরে এখনও কোনও সিলমোহর দেননি ফারহান আখতার। বিক্রান্ত-ও মুখে এঁটেছেন কুলুপ। জল্পনা আরও জোরদার হচ্ছে কারণ ফারহান প্রযোজিত 'মির্জাপুর' ওয়েব সিরিজে অভিনয় করেছেন বিক্রান্ত। জোয়া আখতারের পরিচালনায় ফারহানের সঙ্গে 'দিল ধড়কনে দো' ছবিতেও ছিলেন তিনি। ফলে, দুইয়ে দুইয়ে চার করা শুরু করে দিয়েছে নেটপাড়া। অনুরাগীরাও নড়েচড়ে বসেছেন। এর আগে 'লুটেরা' ছবিতে মানিকজোড় হিসাবে দেখা গিয়েছিল রণবীর-বিক্রান্তকে। 'দিল ধড়কনে দো' ছবিতেও রণবীরের সঙ্গে বিক্রান্তের 'ব্রোম্যান্স' মনে ধরেছিল দর্শকের। সেখান থেকে যদি এই ছবিতে তাঁরা পরস্পরের প্রধান শত্রু হিসাবে হাজির হয়, তাহলে তা যে বেশ অন্যরকম হতে চলেছে সেই নিয়ে কোনও সন্দেহ নেই- জানিয়েছে নেটপাড়ার একাংশ।
