সংবাদ সংস্থা মুম্বই: দু'দশকেরও বেশি সময় ধরে বলিউডে দাপিয়ে বেড়াচ্ছেন শাহিদ কাপুর। তারকা হিসাবে নিজের জৌলুস বাড়ানোর পাশাপাশি একজন শক্তিশালী অভিনেতা হিসাবেও বারবার নিজেকে প্রমাণ করেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহিদ জানালেন, 'কবীর সিং' ছবিটির আগে তাঁর কেরিয়ারে এমন একটা সময় ছিল যেখানে তাঁকে মনে করানো হত 'তারকা' হলেও তিনি বাকি বলি-তারকাদের সমকক্ষ নন। 'কবীর সিং' বক্স অফিসে রেকর্ডপ্রমাণ ব্যবসা করার পর বলিউডের অন্দরে সেই মনোভাবটা বদলায়।

 

শাহিদের কথায়, " সেই সময়টা 'কবীর সিং'-এর আগের। আমাকে মনে করানো হয়েছিল, মনে করানো হতো নিশ্চয়ই কিছু খামতি রয়েছে আমার মধ্যে। যতটুকু পারি, তা হয়তো একজন তারকা হয়ে ওঠার জন্য যথেষ্ট নয়। তবে হ্যাঁ, জোর করে কেউ কিছু ধরে বেঁধে মনে করাননি। সময় বিশেষে কখনও একজন শিল্পী হিসাবে, কখনও বা একজন অভিনেতা হিসাবে মনে করানো হতো। এমন আবহাওয়া তৈরি করা হতো আমার চারপাশে, এমন পরিস্থিতিতে আমাকে ফেলা হতো যাতে শেষমেশ নিজের বিষয়ে এই কথা আমাকেও বিশ্বাস করতে হতো।" 

 

'জার্সি' ছবির অভিনেতা আরও বলেন, "আমি আলাদা করে কারও নাম তুলব না। কারও দোষ নয়। কিন্তু এটা সত্যি যে আমাকে ওরকম মনে করানো হতো। তবে আমি লড়ে গিয়েছি, হার মানিনি। ওই পরিস্থিতিতে মাথা নত না করিয়ে ওই পর্যায়, ওই সময় অতিক্রম করেছি। "

 

প্রসঙ্গত, 'পদ্মাবত', 'রেঙ্গুন'-এর মতো একাধিক ছবিতে অভিনয় করেছিলেন শাহিদ যেখানে তিনি ছাড়াও একাধিক তারকা ছিলেন। 'পদ্মাবত' মুক্তির পর তো সঞ্জয় লীলা বনশালির উপর নিজের অসন্তোষ-ও প্রকাশ্যে জাহির করেছিলেন শাহিদ। অভিযোগ করেছিলেন, ছবিতে বাকিদের গুরুত্ব দেওয়ার জন্য তাঁর বহু দৃশ্য ছেঁটে ফেলা হয়েছে। 

 

প্রসঙ্গত, চলতি মাসের ৩১ তারিখে বড়পর্দায় মুক্তি পাবে শাহিদের আগামী ছবি 'দেবা'। রোশন অ্যান্ড্রুজের সেই ছবিতে শাহিদের সঙ্গে দেখা যাবে পূজা হেগড়ে এবং কুবরা শেঠকে।