সংবাদ সংস্থা মুম্বই: বলিপাড়ার বাসিন্দা তিনি প্রায় দু'দশকের উপর। এইমুহূর্তে প্রথম সারির তারকা হওয়ার পাশাপাশি অভিনেতা হিসাবে তিনি কতটা শক্তিশালী তা ক্রমাগত প্রমাণ করেছেন শাহিদ কাপুর। বিভিন্ন ঘরানার ছবিতে শাহিদের বিভিন্ন ধরনের চরিত্রে দুরন্ত অভিনয় মন ছুঁয়েছে দর্শকের, কখনও বা সমালোচকের। ‘জব উই মেট’-এর চকোলেট বয় হোক অথবা ‘উড়তা পাঞ্জাব’-এর চরম মাদকাসক্ত রকস্টার, সম্পর্কের তীব্র আঘাত বয়ে বেড়ানো রগচটা ডাক্তার ‘কবীর সিং’ কিংবা ‘কামিনে’র তোতলা, নির্দয়ী গ্যাংস্টার-সবেতেই দাগ কেটেছেন শাহিদ। সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহিদ ফাঁস করলেন, সুযোগ পেলেই তাঁর অভিনীত এক চরিত্রের কথা তুলে তাঁর স্ত্রী মীরা রাজপুত তাঁকে তুলোধনা করে, সঙ্গে জুড়ে থাকে কটাক্ষ-ও।
শাহিদ জানান, তাঁর অভিনীত সব ছবির মধ্যে মীরার সবথেকে প্রিয় ‘জব উই মেট’। ছবিতে ‘আদিত্য’ নামে এক শান্ত-মিষ্টি-ধৈর্য্যশীল যুবকের ভূমিকায় দেখা গিয়েছিল শাহিদকে। জনতামহলে দারুণ প্রশংসিত হয়েছিল শাহিদের সেই চরিত্রটি। এই চরিত্রটি সবথেকে পছন্দ মীরা-র। শাহিদের কথায়, “আজও ঝগড়ার সময়ে মীরা আমাকে কটাক্ষ করে বলে, 'তুই তো আদিত্য-র ৫% শতাংশ-ও নয়!” শুনে পাল্টা আমার জবাব ছিল – “তার সঙ্গে এটা ভেবেও খুশি থাক যে কবীর সিং-এরও ৫% নই!”
শাহিদের যুক্তি কিন্তু একেবারে ফেলনা নয়। কী বলেন?
