সংবাদ সংস্থা মুম্বই: ফের অ্যাকশনে অবতারে অনুরাগীদের মন কাড়তে আসছেন বলি-অভিনেতা শাহিদ কাপুর। অভিনেতার বিপরীতে দেখা যাবে তৃপ্তি দিমরি-কে। গত বছরেই জানা গিয়েছিল, সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত এই ছবির পরিচালনায় রয়েছেন বিশাল ভরদ্বাজ। এই ছবির মাধ্যমেই বলিউডের অ্যাকশন-থ্রিলার ঘরানার ছবির জগতে হাত পাকাতে চলেছেন পরিচালক। ৭ জানুয়ারি, মঙ্গলবার মুম্বইয়ে ঘটা করে শুরু হল এই ছবির শুটিং। এখনও পর্যন্ত ছবির নাম ঠিক করা হয়নি। ছবির ক্ল্যাপস্টিকে দেখা গেল নামের জায়গায় লেখা রয়েছে ‘প্রোডাকশন নম্বর ৩৫’।
মঙ্গলবার শুটিংয়ের মহরত একটি ছবি পোস্ট করে এই ঘোষণা সারলেন ছবির প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা। সেই ছবিটি সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন শাহিদ নিজেও। সঙ্গে লিখলেন, “প্রত্যেকটি গল্পের শুরু হওয়ার সময় আসে। এখন এই গল্পটির শুরু হওয়ার সময়।” পাশাপাশি শাহিদ এও জানিয়ে দিলেন চলতি বছরের ৫ ডিসেম্বর বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি। প্রসঙ্গত, ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন নানা পটেকর ও রণদীপ হুডা। ‘পাঠশালা’ ছবির পর ফের একবার নানার সঙ্গে পর্দাভাগ করতে দেখা যাবে শাহিদকে।
