সংবাদ সংস্থা মুম্বই: ‘কিং খান’ হয়ে ওঠার পথটা মোটেই সহজ ছিল না শাহরুখের। মসৃণ, গোলাপের পাপড়ি বিছানো নয়, বরং চড়াই-উতরাই ভরা বন্ধুর ছিল সেই যাত্রাপথ। মেপে পা ফেলতে গিয়েও, স্ট্র্যাটেজি কষেও সফল হওয়ার বদলে একাধিকবার ব্যর্থ হয়েছেন তিনি। কখনও সেই সশব্দে মুখ থুবড়ে পড়ার আওয়াজ প্রতিধ্বনিত হয়েছে বহুদিন ধরে। অন্যদিকে, এই ইন্ডাস্ট্রিতে ৩৫ বছর কাটিয়েও আজও একটি ব্যাপারে অবাক হন তিনি। সেই বিষয়টি ফাঁস করার পাশাপাশি শাহরুখ আরও জানান, একবার তাঁর মনে হয়েছিল তিনি এতটাই একজন খারাপ অভিনেতা যে বলিপাড়ায় টিকতে পারবেন না! এরপর আর অন্য কোনওকিছু  না ভেবে মুম্বই থেকে সোজা দিল্লির বিমানে চেপে বসেছিলেন তিনি। 


দুবাইয়ের গ্লোবাল ফ্রেট সামিট উপস্থিত হয়ে ব্যর্থতা নিয়ে মুখ খোলেন কিং খান। সেখানেই জানালেন এসব তথ্য। জানালেন, কেরিয়ারের প্রথম দিকে তিনি বড্ড 'ওভার-কনফিডেন্ট' ছিলেন। এটা সেই সময়ের কথা। মুম্বই এসে যখন কাজ শুরু করেছিলেন, তখন তিনি আবিষ্কার করলেন যে সেটে তাঁর সহ-অভিনেতা, অভিনেত্রীরা তাঁরা সবাই তাঁর থেকে ভাল অভিনয় করছেন। আগুপিছু আর কিছু না দেখে,ভেবে তৎক্ষণাৎ দিল্লি যাওয়ার প্রথম বিমানে চেপে বসেছিলেন শাহরুখ। বলিউডে অভিনয় করা ছেড়ে দিতে চেয়েছিলেন। 


কথার ফাঁকে তিনি আরও জানান, আজও প্রতিদিন তাঁকে এই বিষয়টি অবাক করে যখন তিনি বোঝেন কত কিছু এখনও তাঁর শেখার বাকি। জানার বাকি। " প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি। শুটিংয়ের জন্য সেটে হাজির হই। গত ৩৫ বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছি, অথচ যখন প্রতিবার শুটিং সেটা হাজির হই, আবিষ্কার করি যে কত কিছু এখনও জানি না। কত কিছু এখনও শেখার আছে আমার এই কাজের দুনিয়ায়। এই ব্যাপারটা আমাকে বড্ড অবাক করে।"

আপাতত সুজয় ঘোষের আগামী ছবি ‘কিং’-এর প্রস্তুতি নিচ্ছেন ‘বাদশা’। সেই ছবিতে মুখ্যভূমিকায় শাহরুখের সঙ্গে অভিনয় করবেন তাঁর মেয়ে সুহানা। খলচরিত্রে দেখা যাবে অভিষেক বচ্চনকে। ২০২৫-এর জানুয়ারি থেকেই শুটিং শুরু হবে ‘কিং’-এর।