নিজস্ব সংবাদদাতা: বন্ধুত্ব উদ্‌যাপনের গল্প বলিউড থেকে টলিউডেও দেখেছেন দর্শক। কলেজ কিংবা স্কুল, এমনকী পাড়ার বন্ধুদের গল্প নিয়ে ছবির সংখ্যা কম নয়। কিন্তু শুধুমাত্র মেয়েদের বন্ধুত্ব? তাঁদের মেয়েবেলা উদ্‌যাপনের গল্প কিন্তু হাতে গোনা কয়েকটিই। এবার এই তালিকাকে আরও প্রশস্ত করতে ময়দানে নেমেছেন পরিচালক রাজর্ষি দে।

 

 

মেয়েদের বন্ধুত্বের গল্পে রাজর্ষি দে টলিউডের প্রথম সারির তিন নায়িকা, স্বস্তিকা মুখোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, নুসরত জাহান এবং কাউন্সিলর, অভিনেত্রী অনন্যা বন্দ্যোপাধ্যায়কে এক ফ্রেমে বন্দি করতে চলেছেন। চার নারীর ভ্রমণ আর তাঁদের বন্ধুত্বের টুকরো মুহূর্ত ছবির বিষয়। নাম 'ও মন ভ্রমণ'। পটভূমিকায় থাইল্যান্ড।

 

চার নায়িকাকে নিয়ে তৈরি এই গল্পে ফুটে উঠবে মেয়েবেলার টুকরো মুহূর্ত, নারীর মনের গহন কোণ, সম্পর্কের জটিলতা আর স্বাধীনতা। এই ছবি ঘিরে এবার এল এক বড় খবর। রাজর্ষি দের এই ছবিতে টলিউডের সঙ্গে থাকবে বলিউড যোগ।

 

 

সূত্রের খবর, ছবিতে নুসরতের বিপরীতে দেখা যেতে চলেছে অভিনেতা সাহিল ফুলকে। সাহিল হিন্দি টেলিভিশন জগতের পরিচিত মুখ। এই প্রথমবার বাংলা ছবিতে দর্শক দেখতে চলেছেন তাঁকে। অন্যদিকে, নুসরতও এই প্রথম বলি তারকার সঙ্গে জুটি বাঁধতে চলেছেন। সবকিছু ঠিক থাকলে আগামী পয়লা বৈশাখে মুক্তি পাবে 'ও মন ভ্রমণ'।