সংবাদসংস্থা মুম্বই: বলি অভিনেতা শাহিদ কাপুর ও তাঁর স্ত্রী মীরা রাজপুত, বলিউডের অন্যতম চর্চিত জুটি। মীরা রাজপুত ও শাহিদ সিনেমা সূত্রেই একে অন্যের কাছে এসেছিলেন। তবে বিয়ের পর ছবির জগত থেকে নিজেকে অনেকটাই সরিয়ে নিয়েছেন মীরা। বর্তমানে ব্যাবসায়ে মন দিয়েছেন তিনি। তবে শাহিদ কাপুর কিন্তু এখনও বলিউড কাঁপাচ্ছেন।
পর্দায় রগচটা চরিত্রে অভিনয় করতে দেখা গেলেও বাস্তবে ঠিক কেমন শাহিদ? এই প্রসঙ্গে মুম্বই সংবাদমাধ্যমকে এক সাক্ষাৎকারে তিনি জানান, বাড়ির দায়িত্ব মীরার। মীরার কথাতেই বাড়িতে সমস্ত কিছু হয়।
মজা করে অভিনেতা জানান, বেডরুমে সবটা হয় তাঁর ইচ্ছেতেই। তিনি ও তাঁর স্ত্রী নাকি রাতে নগ্ন হয়ে ঘুমতে যান। রাতে তাঁরা এভাবেই ঘুমতে পছন্দ করেন। যদিও একবার নয়, একাধিকবার এই তথ্য জানিয়েছেন শাহিদ কাপুর। দাম্পত্যের গোপন কথা ফাঁস হতেই লজ্জা পেলেও সম্মতি জানান মীরা। এই জুটিকে একসঙ্গে পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন বহুদিন ধরেই তাঁদের অনুরাগীরা। কবে এই অপেক্ষার অবসান হয় এখন সেটাই দেখার।
নিজেদের কাজের ক্ষেত্র আলাদা করে গুছিয়ে নিয়েছেন তাঁরা। একে অপরের প্রতি শ্রদ্ধা আর বিশ্বাসই তাঁদের সুখী দাম্পত্যের একমাত্র চাবিকাঠি। দু'জনের বয়সের বেশ ফারাক থাকলেও শাহিদ-মীরার ভালবাসা হার মানাবে বলিউডের রোমান্টিক ছবিকেও।
