সংবাদসংস্থা মুম্বই: মুখ ঢেকে যায় বিজ্ঞাপনের আবহে নতুন উদাহরণ সৃষ্টি করলেন কার্তিক। তারকারা যে শুধুমাত্র অর্থের কাছে বিক্রয়যোগ্য নয়, সেকথা আরও একবার প্রমাণ করলেন এই বলি-তারকা। যেখানে শাহরুখ খান, অজয় দেবগণ-এর মতো বলিউডের প্রথম সারির তারকারা নিন্দার সম্মুখীন হয়েও পান মশলার বিজ্ঞাপনে অহরহ মুখ দেখিয়ে যান সেখানে এক পানমশালা বিজ্ঞাপন করতে অস্বীকার করেছেন কার্তিক। শোনা গিয়েছে, এই বিজ্ঞাপনের জন্য নাকি কার্তিককে অফার করা হয়েছিল ৯ কোটি টাকা! কিন্তু কার্তিক স্পষ্ট সংস্থাকে জানিয়েছেন, সমাজের প্রতি তাঁর দায়বদ্ধতা রয়েছে, তাই কোনওভাবেই এই বিজ্ঞাপন তিনি করবেন না। সঙ্গে নিজের ইমেজের কথা ভেবেও বিজ্ঞাপন থেকে পিছিয়ে এসেছেন কার্তিক।অনুরাগীদের আবেগকে গুরুত্ব ও মর্যাদা দিয়েই এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন।
কার্তিকের এই সিদ্ধান্তের খবর দ্রুত ছড়িয়ে পড়ে চারপাশে। জানতে পেরেই তারকার তারিফ মুখর নেটপাড়া। সমাজমাধ্যমের একটি বড় অংশের মতে, এতগুলো টাকার হাতছানি এড়ানো সহজ কথা নয়। এই ক্ষয়িষ্ণু সময়ে কার্তিকের আদর্শ উদাহরণ দেওয়ার মতো। তারকা ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, দেশের যুব প্রজন্মের কথা মাথায় রেখেই সমাজের প্রতি নিজের দায়বদ্ধতা এইভাবে পালন করেছেন কার্তিক। উল্লেখ্য, কার্তিক একা নয়। কিছুদিন আগে পান মশলার এক বিজ্ঞাপনে অভিনয়ের প্রস্তাব গিয়েছিল অল্লু অর্জুনের কাছে। পারিশ্রমিক হিসাবে তাঁকে দেওয়া হত ১০ কোটি টাকা। তবে সেই প্রস্তাব হেলায় ফিরিয়েছেন 'পুষ্পা' ছবির নায়ক।
প্রসঙ্গত, বছর দুয়েক আগে একটি তামাক প্রস্তুতকারক সংস্থার হয়ে এলাচের বিজ্ঞাপন করেছিলেন অক্ষয়। স্বাস্থ্য সচেতন অক্ষয় কীভাবে হলেন তামাক প্রস্তুতকারক সংস্থার মুখ, তাই নিয়ে তীব্র কটাক্ষের মুখে পড়েছিলেন 'খিলাড়ি'। এরপরেই সেই সংস্থার হয়ে ওই পণ্যের প্রচারের বিজ্ঞাপন থেকে সরে আসার কথা ঘোষণা করে সমাজমাধ্যমে ক্ষমা চেয়েছিলেন অক্ষয়। সঙ্গে লিখেছিলেন, " আমি তামাক সেবন অনুমোদন করি না আর করবও না। আমি সরে এলাম। এই বিজ্ঞাপন করে অর্থ রোজগার করেছি ঠিকই, কিন্তু সম্পূর্ণটাই ভাল কাজের জন্য দান করে দিতে চাই।”
