জন আব্রাহাম ও মানুশি চিল্লারের অভিনয়ে আসছে নতুন রাজনৈতিক থ্রিলার ‘তেহরান’, যা মুক্তি পেয়েছে ১৪ আগস্ট জি৫ ওটিটি প্ল্যাটফর্মে। অরুণ গোপালন পরিচালিত এবং ম্যাডক ফিল্মস প্রযোজিত এই ছবির কাহিনি আবর্তিত হয়েছে ইরান–ইজরায়েল সংঘাতের পটভূমিতে, যেখানে এক ভারতীয় পুলিশ অফিসারের নৈতিক দ্বন্দ্ব বদলে দিতে পারে পুরো খেলার নিয়ম।
জন আব্রাহাম এখানে এসিপি রাজীব কুমারের চরিত্রে, যিনি আন্তর্জাতিক গুপ্তচরবৃত্তি আর রাজনৈতিক চালচিত্রের জটিল ফাঁদে আটকে যান। মানুশি চিল্লার অভিনয় করেছেন এসআই দিব্যা রানার ভূমিকায়—দৃঢ়, নির্ভীক ও দেশপ্রেমে অনুপ্রাণিত এক পুলিশ অফিসার। ছবিতে রয়েছেন পাঞ্জাবি অভিনেত্রী নীরু বাজওয়াও, যার চরিত্র ‘শৈলজা’ ব্যক্তিগত আবেগ আর বিশ্ব রাজনীতির সংঘাতকে তুলে ধরে।
প্রেক্ষাগৃহে না করে সরাসরি ওটিটিতে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে জন বলেন, “এটি সাধারণ দেশপ্রেমের গল্প নয়; বরং সন্ত্রাসবাদ ও আন্তর্জাতিক দ্বন্দ্বে ভারতের অবস্থানকে নতুন দৃষ্টিতে দেখাবে।” রাজনীতি, গুপ্তচরবৃত্তি ও মানবিক আবেগের মিশেলে তেহরান স্বাধীনতা দিবসের সপ্তাহান্তে দর্শকদের জন্য এক টানটান উত্তেজনার অভিজ্ঞতা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। জন স্পষ্ট কথায় বললেন, “হ্যাঁ খানিক খারাপ তো লেগেইছে। এই ছবির যা গল্প, তাতে বড়পর্দাই ছিল এর জন্য উপযুক্ত। কিন্তু পাশাপাশি বাস্তবের মাটিতে পা রেখেও আমাদের ভাবতে হবে। এই ছবি বেশ কয়েক বছর তৈরি হয়েও পড়ে ছিল। নানান জটিলতার ফলে মুক্তি পাচ্ছিল না। শেষমেশ নিজেকে জিজ্ঞেস করি, ছবিটা বড়পর্দায় মুক্তি করানোটা বেশি জরুরি না কি মানুষে কাছে পৌঁছে দেওয়াটা? ভেবে দেখলাম পরেরটায় বেশি জরুরি। অগত্যা ওটিটি।”
প্রসঙ্গত, এই ছবির প্রচারে এক সাক্ষাৎকার দেওয়াকালীন জন স্পষ্ট বললেন — “আমাদের দেশে সেন্সরশিপ প্রয়োজন, কিন্তু কীভাবে সেটি নিয়ন্ত্রণ করা হচ্ছে, সেখানে প্রশ্নচিহ্ন আছে!” জানান, সেন্সর বোর্ড তাঁর ছবির প্রতি ভাল ব্যবহার করেছে, তবে এর পাশাপাশি তিনি নিজেও দায়িত্ব নিয়ে কনটেন্ট তৈরি করেন। “আমি না ডানপন্থী ,না বামপন্থী — আমি রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ,” বলেন জন। তাঁর চিন্তা হচ্ছে, ডানপন্থী ধাঁচের ছবি অনেক বেশি দর্শক পায়। আর সেই আবহেই তখন একজন নির্মাতা হিসেবে সিদ্ধান্ত নিতে হয় — বাণিজ্যিক পথে যাবেন, না কি নিজের অবস্থানে অটল থাকবেন। এক্ষেত্রে জন বেছে নিয়েছেন দ্বিতীয় পথ।
জাতীয়তাবাদী ছবির প্রলোভনে তিনি পা দেবেন না, স্পষ্ট জানালেন জন! যখন অভিনেতাকে জিজ্ঞেস করা হয়, ‘ছাভা’ বা ‘দ্য কাশ্মীর ফাইলস’–এর মতো ছবি তিনি কি বানাতে চাইবেন, জন খোলাখুলি উত্তর দেন — “আমি এই দুটি ছবি দেখিনি, কিন্তু জানি মানুষ এগুলো পছন্দ করেছে। তবে যখন কোনও ছবি অতিরিক্ত রাজনৈতিক আবহে মানুষের মতপ্রকাশ প্রভাবিত করার উদ্দেশ্যে তৈরি হয়, এবং তবুও দর্শক পায়, সেটা আমার ভয়ঙ্কর মনে হয়। আমার জবাব — না, আমি এমন ছবি বানাতে কখনও রাজি হইনি, আর হবও না।”

জন আব্রাহাম ও মানুশি চিল্লারের অভিনয়ে আসছে নতুন রাজনৈতিক থ্রিলার 'তেহরান', যা মুক্তি পাবে ১৪ আগস্ট জি৫ ওটিটি প্ল্যাটফর্মে। অরুণ গোপালন পরিচালিত এবং ম্যাডক ফিল্মস প্রযোজিত এই ছবির কাহিনি আবর্তিত হয়েছে ইরান–ইজরায়েল সংঘাতের পটভূমিতে, যেখানে এক ভারতীয় পুলিশ অফিসারের নৈতিক দ্বন্দ্ব বদলে দিতে পারে পুরো খেলার নিয়ম।
জন আব্রাহাম এখানে এসিপি রাজীব কুমারের চরিত্রে, যিনি আন্তর্জাতিক গুপ্তচরবৃত্তি আর রাজনৈতিক চালচিত্রের জটিল ফাঁদে আটকে যান। মানুশি চিল্লার অভিনয় করেছেন এসআই দিব্যা রানার ভূমিকায়—দৃঢ়, নির্ভীক ও দেশপ্রেমে অনুপ্রাণিত এক পুলিশ অফিসার। ছবিতে রয়েছেন পাঞ্জাবি অভিনেত্রী নীরু বাজওয়াও, যার চরিত্র ‘শৈলজা’ ব্যক্তিগত আবেগ আর বিশ্ব রাজনীতির সংঘাতকে তুলে ধরে।
প্রেক্ষাগৃহে না করে সরাসরি ওটিটিতে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে জন বলেন, “এটি সাধারণ দেশপ্রেমের গল্প নয়; বরং সন্ত্রাসবাদ ও আন্তর্জাতিক দ্বন্দ্বে ভারতের অবস্থানকে নতুন দৃষ্টিতে দেখাবে।” রাজনীতি, গুপ্তচরবৃত্তি ও মানবিক আবেগের মিশেলে তেহরান স্বাধীনতা দিবসের সপ্তাহান্তে দর্শকদের জন্য এক টানটান উত্তেজনার অভিজ্ঞতা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।
