সংবাদ সংস্থা মুম্বই: উল্কার গতিতে উত্থান হয়েছিল ইমরান খানের এবং তত দ্রুত সশব্দে মুখ থুবড়ে পড়েছিল তাঁর কেরিয়ার। একটা সময়ের পর অভিনয় ছেড়ে বিনোদন জগৎ থেকে বহুদূরে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি। সেও আজ প্রায় ১০ বছর হতে চললো। সমাজমাধ্যমে ইতিউতি মাঝেমধ্যে দেখা যায় তাঁকে। টুকটাক নিজেদের অনুরাগীদের সঙ্গে সামান্য কথাবার্তা বলেন ন'মাসে ছ’মাসে। ওইটুকুই। কিন্তু সেই অবসর এবার কাটাতে চলেছেন খোদ ইমরান। অভিনেতা হিসাবে ফের ফিরছেন পর্দায়! এবং তাঁকে সঙ্গ দেবেন ভূমি পেডনেকর।
নিজের ‘কামব্যাক’-এর জন্য ওটিটিকে বেছে নিয়েছেন ইমরান। নেটফ্লিক্সে মুক্তি পাবে ইমরানের এই ছবি। জানা গিয়েছে, একসময় যে ঘরনার ছবির জন্য বেড়ে গিয়েছিল তার ভক্তের সংখ্যা সেই মিষ্টি প্রেমের ছবির গল্পেই ফির একবার দেখা যাবে ইমরানকে। ছবির পরিচালনার দায়িত্বে থাকবেন দানিশ আসলাম যিনি ইমরান-দীপিকাকে নিয়ে ‘ব্রেক কে বাদ’ ছবিটি তৈরি করেছিলেন। সূত্রের খবর, এই ছবি রম-কম হলেও ইমরান অভিনীত চরিত্রটি তাঁর বাস্তব বয়সের সঙ্গে মানানসই। আর গল্পটাও নাকি এমন যেখানে ইমরানের অভিনয়ের শক্তিশালী দিকগুলো ফুটবে ভাল। কিছুদিন এই প্রসঙ্গে মুখ খুলেছিলেন দানিশ আসলাম। জানিয়েছিলেন, নতুন একটি প্রজেক্টে ইমরানের সঙ্গে জুটি বাঁধছেন তিনি। তবে এর থেকে বেশি আর কিছু বলতে রাজি হননি তিনি।
প্রসঙ্গত, নেটফ্লিক্স নয়, ইমরানের কামব্যাক করার কথা ছিল ডিজনি+হটস্টার ওটিটিতে। তাও আবার ক্রাইম-থ্রিলার ছবিতে। কিন্তু নানা কারণে সেই ছবির কাজ বন্ধ হয়ে যায়। তারপরেই আসে এই প্রজেক্ট। সূত্রের খবর, এইমুহূর্তে ছবির চিত্রনাট্য লেখার উপর শেষমুহূর্তের ঝাড়পোঁছ চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৫-এর মার্চ মাসেই শুরু হয়ে যাবে ইমরান-ভূমির এই মিষ্টি প্রেমের ছবির শুটিং।
