‘ওয়ার ২’ যখন ইতিমধ্যেই হৃতিক রোশনের অনুরাগীদের ভরপুর উত্তেজনায় রাখছে, ঠিক তখনই চুপিসারে তৈরি হচ্ছে তাঁর জীবনের সবচেয়ে ব্যক্তিগত এবং ঐতিহাসিক অধ্যায়—‘কৃষ ৪’। তবে এবার শুধু পর্দায় দেশি সুপারহিরোর লুক নয়, এক বড় চমক—এই ছবির পরিচালনাতেও থাকছেন হৃতিক নিজে! অর্থাৎ, এই প্রথম পরিচালকের চেয়ারে বসছেন বলিউডের ‘গ্রিক গড’।
হ্যাঁ, ঠিক শুনেছেন। কৃষ ৪ ছবিতে শুধু পর্দার কৃষ নয়, ক্যামেরার পেছনের পরিচালক হৃতিক-কে দেখবে দর্শক। এতদিন এই দায়িত্ব সামলেছেন তাঁর বাবা, জনপ্রিয় পরিচালক রাকেশ রোশন। এবার সেই উত্তরাধিকার নিজের কাঁধে তুলছেন হৃত্বিক।
“আমি ঘরের মধ্যে সবচেয়ে কম জানি”—নতুন ভূমিকায় দায়িত্ব নিয়ে বরাবরের মতই বিনয়ী হৃতিক। সম্প্রতি, দেওয়া এক সাক্ষাৎকারে হৃতিক বললেন, “আমি চাই, আমার ভিতরে যদি সত্যিই একজন পরিচালক থেকে থাকেন, তবে যেন আমি তাঁর জন্য গর্ব করতে পারি। আমি একটা নতুন যাত্রায় পা দিচ্ছি। অনেক কিছু জানি না, কিন্তু এই অজানাকে গ্রহণ করতেই ভালবাসি। নিজেকে একঘেয়ে হতে দিতে চাই না। কৌতূহলী মানুষ আমি।” যদিও তিনি এটাও স্বীকার করেন, এই পথ কঠিন, তবে খুবই রোমাঞ্চকর।
‘কৃষ ৪’ কী নিয়ে? ফিসফাস, টাইম ট্রাভেল হতে পারে মূল বিষয়। যদিও ছবির পাকাপাকি গল্প এখনও গোপনেই রাখা হয়েছে, তবে বলিউডে জোর গুঞ্জন, এইবার ‘কৃষ’ ফ্র্যাঞ্চাইজিতে আসছে টাইম ট্রাভেল—যা এই সিরিজে প্রথমবার।
এই মুহূর্তে ‘কৃষ ৪’ রয়েছে যশ রাজ ফিল্মস স্টুডিওজ-এর প্রি-প্রোডাকশন পর্বে। ছবির জন্য তৈরি হচ্ছে উন্নত ভিএফএক্স-এর প্রিভিজুয়ালাইজেশন।হৃতিক নিজেই যুক্ত রয়েছেন প্রতিটি ক্রিয়েটিভ সিদ্ধান্তে—অদিত্য চোপড়া ও লেখকদের সঙ্গে নিয়মিত মিটিং করছেন তিনি।পরিচালক হয়েও, একেবারে হাতেকলমে অংশ নিচ্ছেন ছবির সমস্ত স্তরের নির্মাণে।
হৃতিক এখন শুধু সুপারস্টার নন, সুপার-ভিশনারিও! এই সিদ্ধান্ত শুধু সৃজনশীল নিয়ন্ত্রণের নয়—এটা এক উত্তরাধিকারের বিবর্তন।
 
 কৃষ ফ্র্যাঞ্চাইজি বরাবরই রোশন পরিবারের কাছে স্পেশ্যাল —গল্প, সঙ্গীত, আবেগ, অ্যাকশন সবেতেই তাদের ছাপ। এবার হৃত্বিক নিজেই সেই ঐতিহ্যকে নতুনভাবে গড়তে চলেছেন। অভিনেতা হৃতিক এবার নিজেরই গল্পকার—এই যাত্রা যেন এক নতুন অধ্যায়, এক ঝুঁকির গল্প, আবার এক সাহসের মহাকাব্যও।
এই মুহূর্তে যা যা জানা যাচ্ছে—
 
 ছবির থিম: টাইম ট্রাভেল (সম্ভাব্য), যা খুলে দেবে অসীম গল্পের দিগন্ত
পরিচালক: হৃত্বিক রোশন
প্রোডাকশন: চলছে যশ রাজ ফিল্মস স্টুডিওজ-এ
পরিকল্পনা: বিগ বাজেট, হাই-স্কেল, ইন্টারন্যাশনাল লেভেল ভিএফএক্স
সহ-নির্মাতা: অদিত্য চোপড়া
লিখিত ও কনসাল্টিং টিমে: হৃত্বিক নিজেও সক্রিয়ভাবে যুক্ত
 তাহলে প্রশ্ন — অভিনেতা হৃতিক কী পারবেন পরিচালক হৃতিককেও ছাপিয়ে যেতে?
 
  ভারতীয় সুপারহিরো ঘরানার ইতিহাস কি এবার নতুন রূপে লেখা হবে?
 
  নিজের ফ্র্যাঞ্চাইজিকেই কি অন্য উচ্চতায় নিয়ে যাবেন তিনি?
উত্তর খুঁজছে বলিউড। আর অপেক্ষায় দর্শক।
আরও খবর, বলিউডের এই সুপারহিরো এবার মার্ভেলের কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে নামতে চলেছেন। শোনা যাচ্ছে, ‘কৃষ ৪’–এর ছবির মূল গল্প দানা বেঁধেছে টাইম ট্র্যাভেল নিয়েই - যেখানে কৃষ অতীত এবং ভবিষ্যতের টাইমলাইন ধরে ধরে পৌঁছে যাবে এক মারাত্মক শত্রুর মোকাবিলায়। নির্মাতাদের আশা, গল্পের মোড় এবং ভিজ্যুয়াল স্কেলের দিক থেকে এই ছবি দর্শককে মনে করাবে মার্ভেল সুপারহিরো অ্যাভেঞ্জার্স সিরিজের অন্যতম দুই সেরা ছবি ইনফিনিটি ওয়ার , এন্ডগেম-এর –এর মতো ব্লকবাস্টারদের সঙ্গে! কিন্তু অ্যাকশন আর ভিএফএক্স-এর উপর যতই চড়া বাজি ধরা হোক না কেন, ছবিরর গল্পের পরতে পরতে কিন্তু থাকবে পারিবারিক আবেগ আর সম্পর্কের টানাপড়েন। ‘কৃষ ৪’ ঠিক সেই ভারসাম্য রাখবে—যেখানে কল্পবিজ্ঞানের হাই-টেক ঝলক আর হৃদয়ের গল্প হাত ধরাধরি করে হাঁটে।
এই ছবির হাত ধরেই ফিরছেন ‘কৃষ’ সিরিজের পুরনো জনপ্রিয় মুখ—প্রীতি জিন্টা, প্রিয়াঙ্কা চোপড়া, রেখা, বিবেক ওবেরয়। পাশাপাশি, ফ্র্যাঞ্চাইজিতে নতুন মুখ হিসাবে ঢুকতে পারেন নোরা ফতেহি। পাশাপাশি বলিপাড়ার অন্দরে জোর জল্পনা—এই ছবিতে হৃতিক রোশন নাকি থাকবেন তিনটি চরিত্রে— রোহিত, কৃষ এবং খলনায়ক! যদিও তারকার টিম এই দাবি উড়িয়ে দিয়েছে, কিন্তু ভক্তদের উত্তেজনা তাতে কমেনি এতটুকুও।
উল্লেখ্য, এখনও পর্যন্ত বেশ কয়েকবার চিত্রনাট্য পাল্টেছে ‘কৃষ ৪’-এর।ব কিছু ঠিকঠাক চললে, চলতি বছরের মাঝামাঝি সময়েই শুরু হবে এই ছবির শুটিং—মুম্বই থেকে ইউরোপের নানান দেশ পর্যন্ত বিস্তৃত আলাদা আলাদা লোকেশনে।
এককথায়, ‘কৃষ ৪’ স্রেফ আর উঞ্চতা বলিউডি ছবি নয়—এটা হতে চলেছে ভারতের নিজস্ব সুপারহিরো ইউনিভার্সের সূচনা, যার প্রতিটা মুহূর্তে থাকবে টানটান উত্তেজনা, সময়ের সঙ্গে দৌড়, আর হৃদয়মথিত আবেগ।
