সংবাদসংস্থা মুম্বই: বরাবরই স্রোতের বিপরীতে হাঁটতে পছন্দ করেন বলি অভিনেতা আয়ুষ্মান খুরানা ও তাঁর স্ত্রী তাহিরা কাশ্যপ। এবারও সেই নিদর্শন ধরা পড়ল নেট দুনিয়ায়।
কিছুদিন আগে তাহিরা কাশ্যপ সোশ্যাল মিডিয়ায় লেখেন, তাঁর ছেলের জন্মের পর তিনি পরিকল্পনা করেছিলেন ছ'মাস পর্যন্ত ছেলেকে মাতৃদুগ্ধ পান করাবেন। এরপর যদিও তিনি তা বন্ধ করে দেন। তার জন্য পরিবার ও পরিচিতদের সমালোচনার শিকারও হয়েছিলেন। আয়ুষ্মানের সঙ্গে ব্যাংককে ঘুরতে যাওয়ার আগে ব্রেস্ট পাম্পের সাহায্যে ছেলের জন্য মাতৃদুগ্ধ বেশ কিছু বোতলে জমা করে রেখে গিয়েছিলেন তাহিরা। কিন্তু এয়ারপোর্টে পৌঁছানো মাত্র তাঁর মা তাঁকে বলেন, বোতলে রেখে আসা সব দুধ শেষ। শুনে চিন্তায় পড়ে যান তাহিরা।
ব্যাংককে ঘুরতে যাওয়ার আনন্দের মাঝেই ছেলের চিন্তা ঘিরে ধরে তাঁকে। ছেলে তিন দিন কী খাবে? কীভাবে থাকবে? এই অনুশোচনা ঘিরে ধরে তাহিরাকে।
ওই পোস্টে তাহিরা লিখেছিলেন, একবার ছেলের চিন্তায় ব্রেস্ট ফিডিং পাম্পে জমা মাতৃদুগ্ধ ফেলতে ভুলে গিয়েছিলেন তিনি। কিন্তু এরপর আচমকা আয়ুষ্মানকে প্রোটিন শেকের গ্লাস হাতে দেখতে পান তাহিরা। আয়ুষ্মান তখন তাঁকে জানান, স্ত্রীর মাতৃদুগ্ধ নষ্ট হোক তিনি চান না। এর পুষ্টিগুণ অনেক। তাই প্রোটিন শেকের সঙ্গে মিশিয়ে তিনি ওই দুধ খেয়ে ফেলেন। আয়ুষ্মানের এই কাণ্ড প্রকাশ্যে আসতেই নেটিজেনদের চোখ কপালে উঠেছে।
