সংবাদ সংস্থা মুম্বই: তাঁদের দু'জনের বিচ্ছেদ হয়েছে। তবু একজনের সাক্ষাৎকারে কখনও সরাসরি অথবা ঘুরিয়ে উঠে আসে তাঁর প্রাক্তনের নাম। তাঁরা অর্জুন কাপুর এবং মালাইকা অরোরা। কিছুদিন আগে অর্জুন নিজেই এক অনুষ্ঠানে বলেছিলেন, তিনি এই মুহূর্তে ‘সিঙ্গল’। মালাইকাও একটি সাক্ষাৎকারে নিজেকে ‘সিঙ্গল’ বলে দাবি করেছেন। বিচ্ছেদের পর এই প্রথমবার অর্জুন জানালেন তাঁর মতে আদর্শ সম্পর্ক ঠিক কেমন হওয়া উচিত।
অর্জুনের কথায়, “আমার ভালবাসার মানুষের কাছে যেন আমার নৈঃশব্দ-ই বাঙময় হয়ে ওঠে। কোনও ব্যাপারে নীরব থাকলেও কী বলতে চাইছি তা যেন সেই মানুষটি বোঝে। দূরে থাকলেও, কথা অল্প হলেও আমরা পরস্পরের সঙ্গে যেন একাত্ম বোধ করি। মানে বিষয়টা যেন এমন হয়, সম্পর্কে যেন স্বতঃস্ফূর্ততা থাকে, জোর করে কিছু চাপিয়ে দেওয়া না থাকে। সারাদিন যা-ই করি, দিনের শেষে ভালবাসার মানুষটার কাছেই যেন বারবার ফিরতে মন চায়। তবে তার মানে এই নয় যে সম্পর্কে থাকলাম মানেই তার সঙ্গে আমাকে অথবা আমার সঙ্গে তাকে সবসময় একসঙ্গে থাকতে হবে। পরস্পরের সঙ্গে একসঙ্গে থাকতে চাওয়ার ইচ্ছেটুকু থাকলেই হবে। সেটাই আসল। এবং এটাও গুরুত্বপূর্ণ সম্পর্কে থাকা দু'টি মানুষ যেন তাঁর সঙ্গীর কাজের জায়গাটা বোঝেন। এই বিষয়টা প্রযোজ্য আমার সম্পর্কের ক্ষেত্রেও।”
প্রসঙ্গত, গত ‘সিংহম এগেইন’-এর প্রচারমূলক এক অনুষ্ঠানে অর্জুন হাজির হতেই তাঁকে দেখে 'মালাইকা'র নাম ধরে রব ওঠে দর্শকের মধ্যে। খানিক চুপ করে থাকার পর হাসিমুখে ভিড়ের উদ্দেশ্যে বলি-অভিনেতা বলে ওঠেন, “একটু ঠান্ডা হও। আমি এখন সিঙ্গল।” তবে এরপর ‘মেরে হাজব্যান্ড কি বিবি’-র প্রচার অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রায় একই ঘটনা ঘটনায় অন্যরকম প্রতিক্রিয়া দেন অর্জুন। সেখানে তাঁর সঙ্গেই ছিলেন ছবির দুই অভিনেত্রী ভূমি পেডনেকর এবং রকুল প্রীত সিংহ। অভিনেতাদের দেখার জন্য মঞ্চের নীচেই জড়ো হয়েছিলেন একদল অনুরাগী। হঠাৎই অর্জুনের উদ্দেশে এক অনুরাগী মালাইকার নাম ধরে চিৎকার করেন। তা শোনার পর অভিনেতার চোখেমুখে বিরক্তির অভিব্যক্তির ভিডিও সম্যমাধ্যমে ছড়িয়ে পড়তে বেশি সময় নেয়নি।
