সংবাদ সংস্থা মুম্বই: কেবিসি-তে প্রতিযোগীদের সঙ্গে গল্প-আড্ডা করার ফাঁকে মাঝেমধ্যেই নিজের বিষয়ে নানা অজানা কথা ফাঁস করেন অমিতাভ বচ্চন। বলাই বাহুল্য, দর্শকের কাছে যারপরনাই উপভোগ্য হয়ে ওঠে সেই সব তথ্য। সম্প্রতি, কেবিসি-র এক পর্বে হট সিটে বসা প্রতিযোগীকে‌অমিতাভ যেমন জানালেন, তিনি নিজের কাছে ক্যাশ টাকা রাখেন‌‌ না। এমনকি, আজ পর্যন্ত কোনওদিন এটিএম মেশিনে টাকা তোলেননি। বলা ভাল, তুলতে যাননি। কারণ এটিএম বিষয়টা তার কাছে খুব জটিল লাগে। তাই স্ত্রী জয়া বচ্চনের থেকেই প্রয়োজনমতো টাকা চেয়ে নেন তিনি!

 

'বিগ বি'কে ওই প্রতিযোগী ফের জিজ্ঞেস করে বসেন, আর পাঁচটা ভারতীয় পরিবারে যেমন স্ত্রীরা তাঁদের স্বামীদের বলে, কাজ সেরে ঘরে ফেরার সময় বাজার করে ফিরতে অথবা প্রয়োজনীয় টুকটাক কিছু কিনে আনতে। জয়া বচ্চনও কি অমিতাভের উদ্দেশ্যে সেরকম নির্দেশ দেন? শোনামাত্রই মজার সুরে 'শাহেনশাহ'র জবাব, "নিশ্চয়ই। জয়াজী বলেন, 'নিজেকে সুস্থভাবে,‌ সাবধানে বাড়ি ফিরিয়ে আনুন। ব্যস!" অবশ্য এরপর অমিতাভের সংযোজন, " জুঁই ফুল খুব প্রিয় জয়াজীর। তাই অনেকসময় বাড়ি ফেরার সময় রাস্তায় ঘুরে ঘুরে যাঁরা জুঁই ফুলের মালা বিক্রী করেন, তাঁদের থেকে সেই মালা কিনে বাড়ি ফিরি। অথবা গাড়িতেও মাঝেমধ্যে রেখে দিই, কারণ আমারও সেই ফুলের সুগন্ধ বড্ড‌ প্রিয়।"