সংবাদ সংস্থা মুম্বই: বহু বছর ধরেই মহাভারতের বিষয় নিয়ে ছবি করতে চান আমির। এটি হবে তাঁর স্বপ্নের কাজ। বহু বছর আগেই আমির সংবাদমাধ্যমের কাছে জানিয়েছিলেন, বড়পর্দায় ‘মহাভারত’-এর বিষয় নিয়ে ছবি করতে চান। এই ছবি করতে পারলে তিনি মনে করবেন তাঁর স্বপ্ন সফল হয়েছে। এরপরেই একাধিকবার ‘মি. পারফেকশনিস্ট’ জানিয়েছিলেন, এই ছবি করতে পারলে তিনি মনে করবেন তাঁর স্বপ্ন সফল হয়েছে। এবার সেই ছবির প্রসঙ্গ নিজে থেকেই তুললেন আমির। এবং জানালেন মহাভারত নিয়ে ছবি তিনি বানাবেন-ই, সেই চিন্তাভাবনাও শুরু করে দিয়েছেন। 

 

 

“এই বিষয়টি নিয়ে ছবি তৈরি করাটা আমার স্বপ্ন। এবং মনে হচ্ছে এখনই সেই সময় যখন আমার এই স্বপ্নটাকে রূপ দিতে পারি। সেই চিন্তাভাবনা শুরু হয়ে গিয়েছে। এই ছবিতে কোনও চরিত্রে অভিনয় করতে পারব কি না, সেটাও দেখছি। আর...আজকাল ছোটদের জন্য ছবি তৈরি করতে ভীষণ আগ্রহী আমি। এই দেশে ছোটদের জন্য খুব বেশি ছবি তৈরি করা হয়নি। বিদেশে যেসব ভাল ভাল ছোটদের ছবি তৈরি হয়, সেগুলোকেই আমাদের ভাষায় ডাবিং করে এ দেশে বাচ্চাদের দেখানো হয়, বেশিরভাগ ক্ষেত্রেই। আমি চাই, নিজের দেশেই ছোটদের ছবি তৈরি করতে।”

 


প্রসঙ্গত, বছর কয়েক আগেই মহাভারত নিয়ে ছবি তৈরির প্রসঙ্গে প্রসঙ্গে আমির বলেছিলেন, “মহাভারত নিয়ে ছবি তৈরি করার কথা ভাবলে একটা ভয়ও কিন্তু কাজ করে মনে। এই বিষয়ে ছবি বানাতে হলে কম পক্ষে কুড়ি বছর সময় লাগবে। প্রথম পাঁচ বছর দিতে হবে মহাকাব্য নিয়ে গবেষণায়। বাকি সময় ছবি তৈরি করতে। তাই আদৌ ‘মহাভারত’ নিয়ে ছবি করতে পারব কি না, সংশয়ে আছি।’’