সংবাদ সংস্থা মুম্বই: প্রায় ৬০ ছুঁইছুঁই বয়সেও আমির খানের জনপ্রিয়তা দেখলে চমকে যেতে হয়। এখনও বলিউডের প্রথম সারির নায়কদের মধ্যে প্রায় প্রথমদিকে থাকার পাশাপাশি বক্স-অফিসে আজও তিনি অন্যতম নির্ভরযোগ্য তারকা। দর্শকের কাছে আমির মানে আজও নতুন ভাবনা, অন্য আরও একটু বেশি কিছু। তবে জানেন কি, নিজের শারীরিক উচ্চতা নিয়ে একসময় দারুণ হীনমন্যতায় ভুগতেন আমির? তারকা হওয়ার পরপরও এই বিষয়ে তাঁর হীনমন্যতা একদিনে যায়নি। শেষপর্যন্ত কীভাবে তা তিনি কাটিয়ে উঠতে পেরেছিলেন? নানা পটেকরের সঙ্গে 'বনবাস' ছবি সম্পর্কিত আলোচনায় নিজেই সেই ঘটনার হদিশ দিলেন 'মি. পারফেকশনিস্ট'।
সেই আলোচনা চলাকালীন আমিরকে জিজ্ঞেস করা হয়, কোনও বিষয়ে তাঁর হীনমন্যতা ছিল কি না? অকপটভাবে আমির বলে ওঠেন, "হ্যাঁ ছিল। নিজের শারীরিক উচ্চতা নিয়ে। কেরিয়ার শুরুর দিকে মনে হত, আমার যা উচ্চতা তাতে মনে হয় একজন হিন্দি ছবির নায়ক হিসাবে আমাকে মেনে নিতে অসুবিধা হবে দর্শকের। রীতিমতো এই চিন্তায় ভয়ে ভয়ে থাকতাম। তবে ধীরে ধীরে টের পেলাম, এইটা চিন্তা করার মতো কোনও বিষয়ই নয়। "
আমির আরও জানান, সময়ের সঙ্গে তিনি বুঝতে শিখেছিলেন যে দর্শকের হৃদয় ছুঁয়ে যাওয়ার জন্য অভিনেতার উচ্চতা, শারীরিক সৌন্দর্য খুব বেশি প্রভাব ফেলে না। যা ফেলে, তা হল তাঁর কাজ, তাঁর কাজের প্রতি সততা। সেসব ছাড়া বাকি সব গুরুত্বহীন, মত আমিরের।
প্রসঙ্গত, শেষবার বড়পর্দায় আমিরকে দেখা গিয়েছিল 'লাল সিং চড্ডা' ছবিতে। তারপর কেটে গিয়েছে বছর দুই। আগামী বছর 'সিতারে জমিন পর'-এর মাধ্যমে ফের বড়পর্দায় ফিরছেন আমির।
