নিজস্ব সংবাদদাতা: বড়পর্দা মাতিয়ে প্রথমবার ছোটপর্দায় কাজ শুরু করতে চলেছেন কৌশানী মুখোপাধ্যায়। বড়পর্দার শুটিং সেরে এবার ছোট পর্দার শুটিংয়ের তোরজোড় জোরকদমে শুরু করলেন অভিনেত্রী। কোন কাজের জন্য প্রথমবার ছোটপর্দায় দেখা যেতে চলেছে কৌশানীকে?
না, না কোনও ধারাবাহিকে নয়। শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং অঙ্কুশ হাজরার সঙ্গে জি বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো 'ডান্স বাংলা ডান্স'-এ প্রথমবার দেখা কৌশানী মুখোপাধ্যায়কে। বিচারকের আসনে এবার শুভশ্রীর সঙ্গী হতে চলেছেন তিনি। প্রথমবার কৌশানীকে দেখা যাবে এই নাচের রিয়্যালিটি শো-তে। বছর দেড়েক আগে থেকেই নতুন নতুন রূপে দর্শকদের সামনে আসছেন কৌশানী। রাজ চক্রবর্তীর পরিচালনায় 'আবার প্রলয়', উইন্ডোজ প্রোডাকশন প্রযোজিত 'বহুরূপী' ছবিতে নিজের অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজর কেড়েছেন কৌশানী। ২০২৫-এর শুরু থেকেই সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে কাজ শুরু করে দিয়েছেন অভিনেত্রী। তবে সব ব্যস্ততা সামলে এবার বিচারকের ভূমিকায় কৌশানী।
তবে 'ডান্স বাংলা ডান্স'-এ এবার থাকতে চলেছে আরও বড় চমক। প্রথমদিকে দেবের নাম শোনা গেলেও পরে জানা যায় এই সিজনে থাকছেন না দেব। তবে এই রিয়্যালিটি শো-এর সুবাদে অঙ্কুশ-কৌশানী জুটিকেও বহুদিন পর দেখতে পাবেন দর্শকরা। শো-তে বিচারকের আসনে টলি পাড়ার আর কোন তারকাদের দেখা যাবে, সেটাই এখন দেখার অপেক্ষা।
অন্যদিকে, অঙ্কুশ-শুভশ্রী জুটিকে দর্শকরা শেষবার দেখেছিলেন ২০২৩ সালের 'ভয়' ছবিতে। রাজা চন্দ পরিচালিত সেই ছবি মুক্তি পেয়েছিল ওটিটি প্ল্যাটফর্মে। তবে এছাড়াও বেশ কয়েকবার শুভশ্রী এবং অঙ্কুশকে দেখা গিয়েছে ডান্স বাংলা ডান্স-এ। সম্প্রতি, জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে ছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। দিন দিন তিনি জি বাংলা পরিবারের অংশ হয়ে উঠেছেন।
