সংবাদসংস্থা মুম্বই: ২০১৬ সালে সাতপাকে বাঁধা পড়েন করণ সিং গ্রোভার ও বিপাশা বসু। এরপর ২০২২-এর নভেম্বরে বিপাশা-করণের কোল আলো করে আসে তাঁদের ছোট্ট মেয়ে দেবী। প্রায়ই একরত্তির ভিডিয়ো সমাজ মাধ্যমে পোস্ট করেন এই তারকা জুটি।
বর্তমানে ছবির জগৎ থেকে দূরে রয়েছেন বিপাশা। মেয়েকে নিয়েই কাটে তাঁর সময়। দেবীর বড় হয়ে ওঠার ছোট ছোট মুহূর্ত নেট মাধ্যমে ভাগ করে নিতে পছন্দ করেন অভিনেত্রী। পরিবারের সঙ্গেও সময় কাটান। বাঙালি আর পাঞ্জাবি পরিবারের আদরে একটু একটু করে বড় হয়ে উঠছে ছোট্ট দেবী।
৪৬ বছরে পা দিলেন বিপাশা। এই বছর বিপাশা তাঁর জন্মদিনের সেরা উপহারটি পেয়েছেন তাঁর ছোট্ট মেয়ে দেবীর থেকে। সমাজ মাধ্যমে একটি ভিডিও ভাগ করেন বিপাশা। সেখানে দেখা যায় মেয়ে দেবী বসে আছে এক সমুদ্রতটে, গায়ে গোলাপি স্নান পোশাক আর চোখে সানগ্লাস। জন্মদিন উপলক্ষেই পরিবারের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন বিপাশা।
সেখানে মেয়েকে তিনি জিজ্ঞেস করেন জন্মদিন কার? সে সময় দেবী মিষ্টি গলায় জানায় 'মায়ের'। সেই সঙ্গে আদুরে গলায় দেবী মায়ের জন্য 'হ্যাপি বার্থডে' গানও গায়। ভিডিওর ক্যাপশনে বিপাশা লেখেন, 'সবচেয়ে বিশেষ জন্মদিনের শুভেচ্ছা পেলাম ছোট্ট দেবীর থেকে। ঘুম ভেঙেছে মেয়ের গলায় গান শুনে। এর থেকে ভাল আর কী হতে পারে।"
বিপাশার এই পোস্ট সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই ছোট্ট দেবীর প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।
