সংবাদ সংস্থা মুম্বই: গায়ক হিসাবে বহু বছর আগেই প্রতিষ্ঠাতা পেয়েছেন মিকা সিং। বর্তমানে চুটিয়ে গান গাওয়ার পাশাপাশি তিনি একজন মিউজিক প্রোডিউসারও বটে। তবে করোনার অতিমারি শুরু হওয়ার আগে ওয়েব সিরিজ প্রযোজক হিসাবেও হাত পাকাতে গিয়েছিলেন তিনি। সিরিজের নাম ছিল 'ডেঞ্জারাস'। মুখ্য ভূমিকায় ছিলেন বিপাশা বসু এবং তাঁর স্বামী করণ সিং গ্রোভার। তবে সেই অভিজ্ঞতা মোটেই সুখকর ছিল না মিকার কাছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, এককথায় বিপাশা-করণ 'প্রচণ্ড নাটুকে ও ঝামেলাবাজ'। তাঁদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ছিল 'ভয়ঙ্কর'!
মিকা জানান, করণের বিপরীতে একজন নতুন অভিনেত্রীকে লঞ্চ করার পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু এদিক-ওদিক করে বিপাশা এই প্রজেক্টে যোগ দেন শেষমেশ। কেন ভয়ঙ্কর খারাপ ছিল মিকার অভিজ্ঞতা? শিল্পীর কথায়, " সলমন খান, অক্ষয় কুমারের মতো তারকারা বারবার বারণ করেছিল আমাকে প্রযোজকের আসনে না বসার জন্য। কিন্তু আমি শুনিনি। যাই হোক, বিপাশা-করণ সহ মোট ৫০জনের ইউনিট নিয়ে একমাসের জন্য লন্ডন পাড়ি দিয়েছিলাম। ভেবেছিলাম এক মাসের মধ্যেই শুটিংয়ের কাজ গুছোনো হয়ে যাবে। কিন্তু তা গিয়ে দাঁড়াল দু'মাসে। করণ ও বিপাশা স্বামী-স্ত্রী হওয়াতে তাঁদের জন্য ভাল হোটেলে একটি বড়সড় ঘর বুক করেছিলাম। কিন্ত হঠাৎ তাঁরা জেদ ধরল, আলাদা দু'টো কামরা চাই দু'জনের। অবাক হলেও সেই আব্দার রেখেছিলাম। এরপর আমাকে ওরা বলল, ওই হোটেল বদলাতে হবে। সেটাও করলাম। এখানেই শেষ নয়। এরপর শুটিংয়েও নানা গোলমাল পাকাত। একদিন শুটিংয়ের ঠিক আগে তাঁরা চুম্বন দৃশ্যে অভিনয় করবে না বলে বেঁকে বসল! অথচ কাজপত্রে সইসাবুদ করার সময় সেই দৃশ্যের কথা উল্লেখ ছিল সেখানে। উপরন্তু তাঁরা স্বামী-স্ত্রী। সুতরাং, অসুবিধেটা কোথায় ছিল মাথা খুঁড়েও বুঝতে পারিনি। এরকমই করত!"
এরপর এই দম্পতির উদ্দেশ্যে মিকা কটাক্ষ করে বলে ওঠেন, " যশরাজ ফিল্মস, ধর্মা প্রোডাকশনস-এর মতোবলিউডের বড় বড় প্রযোজনা সংস্থার পায়ে পড়ে এরাই একটা ছোট্ট চরিত্রে অভিনয়ের সুযোগের জন্য। আর আমাদের সঙ্গে পুরো উল্টো ব্যবহার। কেন আমরা যাঁরা প্রযঝজক, তাঁরা কি টাকা খরচ করছি না এদের পিছনে?"
প্রসঙ্গত, মাত্র একটি সিজেন সম্প্রচার হওয়ার পরপরই বন্ধ হয়ে যায় 'ডেঞ্জারাস'। দর্শক অথবা সমালোচক কারওর মন-ই ভরাতে ব্যর্থ হয়েছিল এই ওয়েব সিরিজ।
