সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে বিগ বস ওটিটি খ্যাত জিশান
কুমকুম ভাগ্য ধারাবাহিকের আরিয়ান খান্না ওরফে জিশান খান সম্প্রতি বড়সড় এক পথ দুর্ঘটনার কবলে পড়েন। জানা গিয়েছে সোমবার, ৮ ডিসেম্বর রাত সাড়ে ৮ টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। মুম্বইয়ের ভারসোভা এলাকায় অভিনেতার কালো রংয়ের গাড়ির সঙ্গে অন্য আরেকটি গ্রে রঙের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। তবে দুর্ঘটনাটি ঘটতেই দুই গাড়ির এয়ারব্যাগ খুলে যাওয়ায় বড়সড় বিপদ এড়ানো গিয়েছে। অক্ষত রয়েছেন অভিনেতা। যদিও গোটা ঘটনায় তিনি যারপরনাই ভীতসন্ত্রত। প্রসঙ্গত জিশান খানকে দর্শকরা কুমকুম ভাগ্য ছাড়াও নাগিন ধারাবাহিকে দেখেছিলেন। এছাড়া তিনি দারুণ খ্যাতি পান বিগ বস ওটিটির প্রথম সিজনে অংশ নিয়ে।
গান গাইতে গাইতেই স্টেজে হুমড়ি খেয়ে পড়লেন মোহিত চৌহান
বিপদ বলে কয়ে আসে না, এই জন্যই বোধহয় বলে! সম্প্রতি ভোপালের এইমসে কনসার্ট করতে গিয়েছিলেন বলিউডের জনপ্রিয় গায়ক মোহিত চৌহান। আর সেখানেই গান গাওয়ার সময় ঘটল বিপত্তি। রকস্টার ছবির নাদান পারিন্দে গানটি গাইছিলেন তিনি স্টেজ ঘুরে ঘুরে। সেই সময়ই স্টেজে রাখা একটি আলোর উপর হুমড়ি খেয়ে পড়ে যান। স্টেজে এবং আশেপাশে থাকা লোকজন ছুটে আসেন। তাঁকে টেনে তোলেন। জানা গিয়েছে তেমন কোনও গুরুতর চোট পাননি গায়ক। তবে সাময়িকভাবে শো থামিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানে হাজির থাকা চিকিৎসকরা এসে তাঁকে পর্যবেক্ষণ করেন। মোহিত চৌহানের এই গান গাইতে গাইতে পড়ে যাওয়ার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় বর্তমানে দারুণ ভাইরাল। তাঁর অনুরাগীরা সাময়িকভাবে বেজায় ভয় পেয়ে গিয়েছিলেন, উদগ্রীব হয়েছিলেন এটি জানার জন্য যে তিনি কেমন আছেন। জানা গিয়েছে বর্তমানে তিনি সুস্থ আছেন।
সলমন খানের সঙ্গে কাজ, ভোজপুরি তারকা পবন সিংকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের?
ভোজপুরি তারকা পবন সিং সম্প্রতি পুলিশে দুটি অভিযোগ দায়ের করেছেন। জানিয়েছেন তিনি লাগাতার হুমকি ফোন এবং হোয়াটসঅ্যাপ মেসেজ পাচ্ছেন। আর যিনি এই ফোন এবং মেসেজ পাঠাচ্ছেন সেই ব্যক্তি নাকি নিজেকে লরেন্স বিষ্ণোইয়ের দলের বলে পরিচয় দিচ্ছেন। কিন্তু কেন পবন সিংকে হুমকি দেওয়া হচ্ছে? কী করেছেন তিনি? জানা গিয়েছে ভোজপুরি তারকা যখন জানান যে বিগ বস ১৯ এর ফাইনালে তিনি সলমন খানের সঙ্গে একই মঞ্চ ভাগ করে নেবেন, তারপর থেকেই এই হুমকি ফোন আসা শুরু হয়। তাঁকে সতর্ক করে বলা হয়, তিনি যদি সেখানে যান তাহলে পরিণাম ভাল হবে না। শুধু তাই নয়, সেই অজ্ঞাত পরিচয় ব্যক্তি নাকি পবন সিংয়ের থেকে টাকা চেয়েছেন। গোটা ঘটনায় যারপরনাই ভয় পেয়েছেন অভিনেতা এবং তাঁর টিম। এরপর তাঁরা মুম্বই পুলিশের অ্যান্টি এক্সটরসন সেলে গিয়ে অভিযোগ জানান, নিরাপত্তা দেওয়ার অনুরোধ করেন। পুলিশের তরফে তাঁর সেই অভিযোগ নেওয়া হয়েছে, বর্তমানে বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
