'বিগ বস ১৯'-এর গ্র্যান্ড ফিনালে ইতিমধ্যেই জিও হটস্টারে শুরু হয়ে গিয়েছে। তবে টিভির পর্দায় এই জনপ্রিয় রিয়েলিটি শোয়ের ১৯তম সিজনের শেষ পর্ব শুরু হতে এখনও কিছুটা সময় বাকি। তার আগেই শুরু জোরদার চর্চা। জল্পনায় শোনা যাচ্ছে সেরা তিন থেকে ছিটকে গেলেন কোন দু'জন। একই সঙ্গে বলিউড অভিনেত্রী গওহর খান জানালেন তাঁর মতে কারা সেরা ২-এ থাকার যোগ্য।
'বিগ বস ১৯'-এর ট্রফি জেতার দৌড়ে সেরা পাঁচে ছিলেন গৌরব খান্না, ফারহানা ভাট, আমাল মালিক, তানিয়া মিত্তল, এবং প্রণীত মোর। শোনা যাচ্ছে এঁদের মধ্যে ভোটের নিরিখে সবার প্রথম বাদ পড়বেন আমাল মালিক। তারপর বাদ পড়বেন তানিয়া মিত্তল। যদিও এই সমস্তটাই চর্চা। জানা যাচ্ছে ফারহানা নাকি ভোটের নিরিখে এগিয়ে আছেন। তবে বাস্তবটা আসলে কী সেটা এই রিয়েলিটি শোয়ের শেষ পর্ব সম্প্রচার শুরু হলে বোঝা যাবে। এখন সবটাই জল্পনার পর্যায়ে রয়েছে।
অন্যদিকে রবিবার বলিউড অভিনেত্রী গওহর খান তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও শেয়ার করেছেন, সেখানেই তিনি আন্দাজ করেছেন যে কে 'বিগ বস ১৯'-এর বিজয়ী হতে পারেন। এই ভিডিও শেয়ার করে অভিনেত্রী লেখেন, 'আপনার কী মনে হয় কে বিগ বস ১৯ জিতবে? আমার মনে হয় শেষ লড়াইটা গৌরব খান্না এবং প্রণীত মোরের মধ্যে হবে।' তিনি এদিন এও জানান, 'আমি খুব খুশি হবো যদি ওদের দু'জনের মধ্যে কেউ একজন এবারের ট্রফি জেতে। কারণ ওরা দু'জনেই অত্যন্ত দক্ষতার সঙ্গে, মজা করে অ্যাক্টিভলি খেলাটা খেলেছে।'
প্রসঙ্গত গওহর খান নিজেই 'বিগ বস' সিজন ৭ এর বিজয়ী ছিলেন। তিনি সেই সিজনে সঠিক এবং ন্যায়ের পাশে দাঁড়ানোর জন্য সলমন খানের বিরোধিতা করেছিলেন। তাঁর সেই নির্ভীক আচরণ, ব্যক্তিত্ব দর্শকদের মুগ্ধ করেছিল।
প্রসঙ্গত, এই রিয়েলিটি শোয়ের গ্র্যান্ড ফিনালে এদিন জিও হটস্টারে লাইভ দেখা যাচ্ছে রাত ৯টা থেকে। অন্যদিকে যাঁরা টিভিতে দেখে এই শো, তাঁরা রাত সাড়ে ১০টা থেকে কালার্স টিভিতে দেখতে পাবেন। ভোটিং লাইন রবিবার, ৭ ডিসেম্বর রাত ১০টা নাগাদ বন্ধ হবে। অর্থাৎ আপনার চাইলে এখনও আপনাদের পছন্দের প্রতিযোগীকে ভোট দিতে পারবেন। আপনার সমস্ত ডিটেল জিও হটস্টার অ্যাপে দিয়ে রেজিস্টার করার পরই আপনি ভোট দিতে পারবেন। সূত্রের খবর অনুযায়ী, এই বছর বিগ বস ১৯-এর খেতাব যিনি জিতবেন, তিনি ৫০ থেকে ৫৫ লাখ টাকা উপহার হিসেবে পাবেন। যদিও এই শোয়ের আয়োজকদের তরফে এখনও আসল অঙ্ক জানানো হয়নি। কেবল ক্যাশ নয়। বিজয়ী পাবেন হিরে দেওয়া ট্রফি। এই ট্রফিটি এবারের সিজনের থিম 'ঘরওয়ালো কে সরকার' -এর উপর ডিজাইন করে বানানো হয়েছে। সঙ্গে থাকবে সলমন খানের সই, এবং তাঁর প্রণাম ভঙ্গিতে ছবি। সলমন খানের সঙ্গে 'বিগ বস ১৯' -এর ফাইনালে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কার্তিক আরিয়ান এবং অনন্যা পাণ্ডে।
জল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত কার হাতে বিজয়ীর ট্রফি যায় সেটাই দেখার এখন।
