‘বিগ বস ১৯’-এর ‘উইকএন্ড কা ওয়ার’-এ বড় পরিবর্তন দেখা গেল। সলমন খানের অনুপস্থিতিতে সঞ্চালকের আসনে বসলেন বলিউড পরিচালক রোহিত শেট্টি। পর্বের শুরু থেকেই তিনি প্রতিযোগীদের আচরণ, খেলার ধরন ও মন্তব্য নিয়ে কড়া সুরে তিরস্কার করলেন তিনি।

 

গত সপ্তাহের ‘উইকএন্ড কা ওয়ার’  নিছক আর পাঁচটা পর্বের মতো ছিল না। এটা ছিল বিগ বসের ঘরে সপ্তাহ জুড়ে চলা বিতর্কের জবাবদিহির দিন। আর সেই জবাবদিহির কেন্দ্রে ছিলেন অভিনেত্রী কুনিকা সদানন্দ। মালতী চাহারকে নিয়ে তাঁর মন্তব্য, বিশেষ করে জাতীয় টেলিভিশনে তাঁর যৌনতা নিয়ে প্রশ্ন তোলার বিষয়টি রীতিমতো বিতর্কের আগুন ধরিয়ে দেয় নেটপাড়ায়।

 

এই সংবেদনশীল বিষয়ে মুখ খোলেন রোহিত শেট্টি। আলোচনার সূচনা মুহূর্ত থেকেই তাঁর গলার স্বর ছিল দৃঢ়। রোহিত স্পষ্ট করে দেন, এটা কোনও ঘরোয়া কথোপকথন নয়, বরং এমন এক মন্তব্য যা লক্ষ লক্ষ মানুষ সরাসরি দেখেছেন। “তুমি যে শব্দটা ব্যবহার করেছ, সেটা দেশের সবাই শুনেছে। ওর বাবা-মা, পরিবার, বন্ধুরা-সবাই,” বলেন রোহিত।

 

কুনিকা নিজের বক্তব্যকে ‘ভুল বোঝাবুঝি’ বলে ব্যাখ্যা করতে গেলে রোহিত তাঁকে একেবারে থামিয়ে দেন।“ তোমার যে বয়স, যে অভিজ্ঞতা-তোমার কাছ থেকে দায়িত্বশীলতা বেশি আশা করা হয়। তুমি ওই শব্দটা কখনওই ব্যবহার করতে পারতে না,” রোহিতের সুর চড়ে আরও।

 

ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে বিগ বসের ঘরের একটি টাস্ক-এ। তানিয়া মিত্তল অভিযোগ করেন, টাস্কের সময় মালতী তাঁকে প্লেট দিয়ে মারতে চেয়েছিলেন। তানিয়ার উত্তেজিত মন্তব্যের মাঝে কুনিকা এগিয়ে এসে বলেন, “আমি নিশ্চিত মালতী লেসবিয়ান!(সমকামী) ওর ভঙ্গিমা, কথা বলার ধরন...সবটা দেখেই তেমন মনে হয়।” তানিয়া যদিও কোনও প্রতিক্রিয়া জানাননি, তবে দর্শকরা কুনিকার এই মন্তব্যে ক্ষুব্ধ।

 

তাই রোহিতের প্রশ্ন ছিল সরাসরি। কেউ যদি অন্যের চালচলন দেখে এমন সংবেদনশীল মন্তব্য করে, সেটিকে কি কোনওভাবেই যুক্তি দিয়ে সমর্থন করা সম্ভব? রোহিতের কথায়, “কাউকে আঘাত করা কখনওই ‘দেখে মনে হচ্ছে’ এরকমটা হতে পারে না।”

 

এই ঘটনায় বিগ বস-এর ঘরে ও বাইরে তীব্র প্রতিক্রিয়া ছড়িয়েছে। মালতী যদিও এখনও কোনো প্রকাশ্য প্রতিক্রিয়া দেননি, তবে তাঁর মুখের অভিব্যক্তি থেকেই বোঝা যাচ্ছিল, মন্তব্যটি তাঁকে গভীরভাবে আহত করেছে।

 

প্রসঙ্গত, এই সপ্তাহে কোনো প্রতিযোগীকে ঘর থেকে বাদ দেওয়া হয়নি। তবে সোশ্যাল মিডিয়ায় দর্শকদের বড় অংশই দাবি তুলেছেন,“ এরকম মন্তব্যের জন্য শাস্তি হওয়া উচিত।”

 

বিগ বস ১৯ বরাবরই ড্রামা, সংঘর্ষ আর প্রতিটি মন্তব্যের ওজন প্রমাণ করেছে। কিন্তু কুনিকার বলা এই একটি বাক্য দেখিয়ে দিল কথা কখনও কখনও টাস্কের থেকেও বেশি বিপজ্জনক হয়ে উঠতে পারে।