দেখতে দেখতে শেষ ধাপে এসে পৌঁছেছে 'বিগ বস ১৯'। ৭ ডিসেম্বর সম্প্রচারিত হবে এই জনপ্রিয় রিয়েলিটি শোয়ের গ্র্যান্ড ফিনালে। তার আগে এর সময় থেকে সেরা ৫ প্রতিযোগী, যিনি জিতবেন তিনি কত টাকা পাবেন সবটা জেনে নিন। একই সঙ্গে জেনে নিন শেষ পর্বে সলমন খানের সঙ্গে বিশেষ অতিথি হিসেবে থাকছেন কারা?
কোথায় দেখা যাবে 'বিগ বস ১৯' -এর গ্র্যান্ড ফিনালে?
এই রিয়েলিটি শয়ের গ্র্যান্ড ফিনালে এদিন জিও হটস্টারে লাইভ দেখা যাবে রাত ৯টা থেকে। অন্যদিকে যাঁরা টিভিতে দেখে এই শো, তাঁরা রাত সাড়ে ১০টা থেকে কালার্স টিভিতে দেখতে পাবেন। ভোটিং লাইন রবিবার, ৭ ডিসেম্বর রাত ১০টা নাগাদ বন্ধ হবে। অর্থাৎ আপনার চাইলে এখনও আপনাদের পছন্দের প্রতিযোগীকে ভোট দিতে পারবেন। আপনার সমস্ত ডিটেল জিও হটস্টার অ্যাপে দিয়ে রেজিস্টার করার পরই আপনি ভোট দিতে পারবেন।
এবারের টপ ৫ ফাইনালিস্ট কারা বিগ বস ১৯-এর? কাদের সামনে রয়েছে বিজয়ী হওয়ার হাতছানি?
গত ১০০ দিনের বেশি সময় ধরে চলা 'বিগ বস ১৯' অবশেষে শেষ ধাপে এসে পৌঁছেছে। বর্তমানে সেরা ৫ প্রতিযোগী হিসেবে এই শোয়ে রয়ে গিয়েছেন গৌরব খান্না, প্রণীত মোর, ফারহানা ভাট, অমল মালিক, তানিয়া মিত্তল।
সূত্রের খবর অনুযায়ী, এই বছর বিগ বস ১৯-এর খেতাব যিনি জিতবেন, তিনি ৫০ থেকে ৫৫ লাখ টাকা উপহার হিসেবে পাবেন। যদিও এই শোয়ের আয়োজকদের তরফে এখনও আসল অঙ্ক জানানো হয়নি। কেবল ক্যাশ নয়। বিজয়ী পাবেন হিরে দেওয়া ট্রফি। এই ট্রফিটি এবারের সিজনের থিম 'ঘরওয়ালো কে সরকার' -এর উপর ডিজাইন করে বানানো হয়েছে। সঙ্গে থাকবে সলমন খানের সই, এবং তাঁর প্রণাম ভঙ্গিতে ছবি।
কারা বিশেষ অতিথি হিসেবে আসছেন 'বিগ বস ১৯' -এর ফাইনালে?
সলমন খানের সঙ্গে 'বিগ বস ১৯' -এর ফাইনালে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কার্তিক আরিয়ান এবং অনন্যা পাণ্ডে। তাঁরা তাঁদের ছবি 'তু মেরি ন্যায় তেরা ম্যায় তেরা তু মেরি' ছবির প্রচারে আসবেন। কিছু বিশেষ পারফরমেন্স, বিশেষ আয়োজনও থাকবে বলেই আশা করা হচ্ছে। তৈরি হতে পারে আবেগঘন মুহূর্তও। এই বছর পাঁচ প্রতিযোগীর সামনেই বিজয়ী হওয়ার হাতছানি রয়েছে। শেষ পর্যন্ত বিজয়ীর মুকুট কার কপালে ওঠে সেটাই দেখার।
