‘বিগ বস ১৯’-এর চলতি সপ্তাহের ‘উইকএন্ড কা ওয়ার’-এ বড় পরিবর্তন দেখা গেল। সলমন খানের অনুপস্থিতিতে সঞ্চালকের আসনে বসলেন বলিউড পরিচালক রোহিত শেট্টি। পর্বের শুরু থেকেই তিনি প্রতিযোগীদের আচরণ, খেলার ধরন ও মন্তব্য নিয়ে কড়া সুরে তিরস্কার করেন। তবে কঠোরতার পাশাপাশি, রোহিত যোগ করেন তাঁর স্বভাবসিদ্ধ হাস্যরসও।

 

জিও হটস্টারের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে প্রকাশিত পর্বের এক প্রোমোতে দেখা যায়, রোহিত নিজেই কমেডিয়ান প্রণিত মোরেকে মঞ্চে ডেকে বলেন, তিনি চাইলে তাঁকে সরাসরি রোস্ট করতে পারেন; ঠিক যেভাবে তিনি সলমন খান ও অজয় দেবগণকে তাঁর কমেডি অ্যাক্টে করেছেন। এই সুযোগ পেয়ে প্রণিত তাঁর স্ট্যান্ড-আপ শুরু করেন রোহিত ও তাঁর ছবিগুলোকে কেন্দ্র করে।

 

 

তিনি বলেন, “রোহিত স্যার এতটাই ট্যালেন্টেড যে খতরো কে খিলাড়ির হোস্ট হিসেবে তিনি একদম পারফেক্ট। চলন্ত গাড়ি থেকে লাফিয়ে পড়েন। কিন্তু সবচেয়ে বড় বিপদ ছিল ‘দিলওয়ালে’তে ১০০ কোটি খরচ করা।” রোহিত সঙ্গে সঙ্গে হেসে উত্তর দেন, “১৫০ কোটি।” এরপর প্রণিত বলেন, “তিনি পুলিশকে এত সম্মান করেন যে তাঁর সব ছবির কেন্দ্রবিন্দু পুলিশ। পুলিশও তাঁকে এতটাই সম্মান করে যে চেকপোস্টে গাড়ি থামালে, গাড়ি পরীক্ষা করেন রোহিত স্যার-ই, আর পুলিশ বলে-‘স্যার, যেতে দিন।’” এই মন্তব্যে রোহিত সহ উপস্থিত সবাই হেসে ওঠেন।

 

তবে হাসির পরই শুরু হয় মজার ‘বদলা’। রোহিত একটি টাস্ক ঘোষণা করেন, যেখানে প্রতিযোগীদের হাতে শক-ব্যান্ড বাঁধা হয়। প্রতিটি প্রশ্নের পর তাঁরা বিদ্যুৎ শক পান। প্রোমোতে দেখা যায়, প্রণিতকে শক-টাস্কে দাঁড় করিয়ে রোহিত বলেন, “সলমন, শাহরুখ, অজয়ের সবার বদলা নেবে তোমার শেট্টি!”

 

‘উইকএন্ড কা ওয়ার’-এর এ পর্বে শুধু রোস্ট ও রসিকতাই নয়, ছিল কড়া পরামর্শও। রোহিত আমাল মালিক ও শেহবাজ বাদেশার ‘বিগ বস পক্ষপাতদুষ্ট’ মন্তব্য নিয়ে তাঁদের তীব্রভাবে সাবধান করেন। আশনুর কৌরকে তিনি বলেন একা খেলার পরামর্শ। ফারহানা ভাটকে ভাষা সংযত রাখতে বলেন। মালতী চাহারের সঠিক অবস্থান নেওয়াকে তিনি প্রশংসা করেন। পাশাপাশি রেশন টাস্কে ক্যাপ্টেন্সি বেছে নেওয়ায় গৌরব খান্নাকে তিনি সমর্থন জানান।এক কথায়, রোহিত শেট্টির 'উইকএন্ড কা ওয়ার' ছিল টানটান রোমাঞ্চের সঙ্গে ভরপুর কমেডি এবং একইসঙ্গে বপ্রতিযোগীদের রিয়্যালিটি চেক.সবকিছুর পাওয়ার-প্যাকড কম্বিনেশন।