বিগ বস ১৯–এর আসন্ন পর্বে নাটকীয় উত্তেজনা তৈরি হতে চলেছে। প্রতিযোগী বসির আলি বাড়ির ভিতর একটি গুরুতর নিরাপত্তা ত্রুটি নিয়ে সহ–প্রতিযোগীদের সামনে আসেন। এই ঘটনা সলমন খান সঞ্চালিত জনপ্রিয় শোয়ের সেটে বড় দুর্ঘটনা ঘটাতে পারত।

পুরো ব্যাপারটা কী?

প্রতিদিনের নিয়মিত সকালের চেকআপের সময় বসির দেখতে পান যে, রান্নাঘরের গ্যাসের রাতভর খোলা অবস্থায় রয়ে গেছে। যা সকলের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করে। সামান্য এদিক থেকে ওদিক হলে প্রাণসংশয়ও হতে পারত। এতে তিনি দৃশ্যত ক্ষুব্ধ হয়ে বিষয়টি নিয়ে জরুরি সতর্কতা দেন এবং এমন অবহেলার ভয়াবহ ফলাফল সম্পর্কে সকলের দৃষ্টি আকর্ষণ করেন।

তবে তাঁর সতর্কবার্তা মিশ্র প্রতিক্রিয়া পায়। কিছু প্রতিযোগী ভুল স্বীকার করলেও, অন্যরা বিষয়টিকে গুরুত্বহীন বলে এড়িয়ে যায়। ফলে তর্ক–বিতর্ক শুরু হয়।
পরিস্থিতি আরও তীব্র আকার নেয় যখন বসির সহ–প্রতিযোগীদের বিরুদ্ধে দায়িত্বহীনতার অভিযোগ তোলেন। পরস্পরের প্রতি অপমানসূচক মন্তব্য এবং উত্তপ্ত বাক্য বিনিময় হয়।

এই সিজনের প্রতিযোগীদের তালিকা বৈচিত্র্যময়, যেখানে সেলিব্রিটি, ইনফ্লুয়েন্সার এবং জনসাধারণের পরিচিত মুখ একসঙ্গে যুক্ত হয়েছেন। উল্লেখযোগ্য অংশগ্রহণকারীরা হলেন গায়ক ও সুরকার আমাল মালিক, টেলিভিশন অভিনেতা গৌরব খন্না, সোশ্যাল মিডিয়া স্টার আওয়েজ দরবার ও নাগমা মিরাজকার, বিউটি প্যাজেন্ট বিজয়ী নেহাল চুদাসামা
এছাড়া ওয়াইল্ডকার্ড এন্ট্রি হিসেবে এসেছেন শেহবাজ বাদেশা, জনপ্রিয় অভিনেত্রী শেহনাজ গিলের ভাই, যা প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ করেছে।
শুরুর এপিসোডগুলোতেই বহু গুরুত্বপূর্ণ মুহূর্ত তৈরি হয়েছে। বিশেষ করে বসিরের তোলা গ্যাস নিরাপত্তা ইস্যু। তা নিয়ে প্রতিযোগীদের মধ্যে তীব্র বিতর্ক শুরু হয়।

প্রত্যেক বারের  মতো এবারও জমে উঠেছে রিয়্যালিটি শো ‘বিগ বস ১৯’। সলমন সঞ্চালিত এই শো-এ সম্প্রতি বেশ কিছু নাটকীয় মুহূর্ত তৈরি হয়েছে। এর কেন্দ্রে রয়েছেন সঙ্গীত পরিচালক এবং গায়ক আমাল মালিক। এই শো-এর সঞ্চালক সলমন খান সরাসরি তাঁর অলস আচরণ নিয়ে তীব্র কটাক্ষ করেছেন। এক প্রোমোতে সালমানকে বলতে শোনা যায়—“শো-এর বাইরে আপনার যে ইমেজ ছিল, সেটি এখন আরও খারাপ হতে চলেছে।” আসলে আমালের অভ্যাস হল দিনের বেলা ঘুমিয়ে পড়া, যা শোয়ের নিয়মবিরুদ্ধ এবং দর্শক থেকে নির্মাতা—সবারই বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
 

আমাল শুরুতে ছিলেন এই সিজনের অন্যতম শক্তিশালী প্রতিযোগী। কিন্তু ধীরে ধীরে তাঁর উদাসীন মনোভাব ও অলসতা তাঁকে বিতর্কের কেন্দ্রবিন্দুতে এনে ফেলেছে। সলমনের এই মন্তব্য ইঙ্গিত করছে, দর্শকের চোখে তাঁর জনপ্রিয় ইমেজ নষ্ট হয়ে যাচ্ছে।