টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?


জুটিতে ভুবন-ওয়ামিকা


জনপ্রিয় ইউটিউবার ভুবন বামের অনুরাগীরা ক্রমেই বেড়ে চলেছে। ভুবনের অভিনয় বারবার মন কেড়েছে নেটিজেনদের। এবার পর্দায় বলি নায়িকার সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে তাঁকে। ধর্মা প্রোডাকশনের ব্যানারে আসছে একটি রোমান্টিক-কমেডি ঘরানার ছবি। এই ছবিতেই ওয়ামিকা গাব্বির বিপরীতে দেখা যেতে চলেছে ভুবনকে। যদিও এই ছবি এখনও পর্যন্ত আলোচনার পর্যায়ে রয়েছে। ‘জুবিলি’, ‘মডার্ন লাভ মুম্বই’ এবং সাম্প্রতিক ‘ভুল চক মাফ’-এর মতো জনপ্রিয় ওয়েব সিরিজ ও সিনেমায় দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে বলিউডে নিজের জায়গা করে নিয়েছেন ওয়ামিকা গাব্বি। এক সাম্প্রতিক সাক্ষাৎকারে অভিনেত্রী জানালেন, কেরিয়ারের এক পর্যায়ে টানা ৩৮ ঘণ্টা তিনটি শিফটে কাজ করেছিলেন তিনি। মুম্বই সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ওয়ামিকা বলেন, “এই মুহূর্তে আমি আমার কাজকে উপভোগ করছি। আমি তো একবার ৩৮ ঘণ্টা কাজ করেছি, তিনটি আলাদা শিফটে। সকালে এক প্রজেক্ট, রাতে আরেকটি। আমি খুব খুশি মনেই সবটা করেছি, কারণ এটা আমার কেরিয়ারের শুরু, আর আমার মধ্যে তখন অফুরন্ত এনার্জি ছিল।” তিনি আরও জানান, “আমার ওপর তখন কোনও পারিবারিক দায়িত্ব ছিল না, তাই যা উপার্জন করছিলাম, তা আমার ও আমার কাছের মানুষদের জন্য যথেষ্ট ছিল।”

 

আরও পড়ুন: শুটিং ফ্লোরে বাহুবলীর রাজমাতা রম্যা কৃষ্ণনের ব্লাউজ খুলে নিলেন বলি নায়ক! বলিউডে ‘কেলেঙ্কারি’?

 

'রামায়ণ'-এ ভরত হবেন কে?


রণবীর কাপুরের রাম বনাম যশের রাবণ—নিতেশ তিওয়ারির পরিচালনায় 'রামায়ণ' হতে চলেছে ভারতের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা! বিশ্বব্যাপী এ ছবি মুক্তির লক্ষ্যে তৈরি এই মেগা-প্রজেক্টের বাজেট দাঁড়িয়েছে ১৬০০ কোটি টাকা। সূত্রের খবর, ‘রামায়ণ ১’ তৈরি হচ্ছে প্রায় ৯০০ কোটি টাকায়, যেখানে এই মহাকাব্যের গোটা পৃথিবী তৈরি, সেখানকার অন্তর্গত সব চরিত্র নির্মাণ, চোখ ধাঁধানো ভিএফএক্স, বিশালাকার সব সেট ডিজাইন ইত্যাদি থাকবে। এরপর দ্বিতীয় পর্ব — অর্থাৎ ‘রামায়ণ ২’-এর জন্য ধার্য করা হয়েছে ৭০০ কোটি টাকা, যেখানে মূলত থাকবে চমকে দেওয়ার মতো, ধুন্ধুমার অ্যাকশন সিকোয়েন্স। এই ছবিতে রণবীর কাপুরে রয়েছেন 'রাম'-এরর চরিত্রে, 'রাবণ'-এর ভূমিকায় যশ, 'সীতা'র চরিত্রে সাই পল্লবী, সানি দেওল হচ্ছেন 'হনুমান', 'লক্ষণ'-এর চরিত্রে থাকছেন রবি দুবে। এবার জানা গেল ছবিতে ভরত হবেন কে? মারাঠি অভিনেতা আদিনাথ কোঠারেকে দেখা যেতে চলেছে এই চরিত্রে। সম্প্রতি এই খবর নিজেই নিশ্চিত করেছেন অভিনেতা।


রেকর্ড গড়ল 'সাইয়ারা'র গান


মোহিত সুরি পরিচালিত, যশরাজ ফিল্মস প্রযোজিত নতুন রোমান্টিক মিউজিক্যাল ড্রামা ‘সাইয়ারা’ ১৮ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। দর্শক মহলে তুমুল উত্তেজনা ছড়িয়েছে 'সাইয়ারা'। বলিউডের ইতিহাসে নতুন অধ্যায় লিখে দিয়েছিল আনকোরা নতুন কোনও জুটি নিয়ে তৈরি ছবি এত বড় সাফল্য এর আগে পায়নি, অন্তত গত ২০ বছরে! ছবির নতুন দুই অভিনেতা-অভিনেত্রী আহান পাণ্ডে ও অনীত পাড্ডা অভিনীত এই ছবির প্রি-বুকিং টিকিট থেকেই জমেছিল ১২.৪৯ কোটি টাকা! ছবিতে অহন পাণ্ডের সঙ্গে রোম্যান্স করছেন অনিত পড্ডা। তাঁদের দু'জনের অনস্ক্রিন রসায়ন ভক্তদের মধ্যে রীতিমতো আলোড়ন তুলেছে। দর্শক তাঁদের জুটি পছন্দ করছেন। এই ছবি দেখে প্রশংসায় ভরিয়েছেন বলি তারকারাও। 
অহন পাণ্ডে ও অনিত পাড্ডা অভিনীত ছবিটি মাত্র ১ সপ্তাহে ১৫০ কোটি ছাপিয়ে গিয়েছে। সর্বশেষ আপডেট অনুযায়ী, সাইয়ারা ষষ্ঠ দিনে ১৫০ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। ছবির টাইটেল সং স্পটিফাই-তে পৃথিবীর সেরা ৫০টি গানের তালিকায় জায়গা করে নিয়েছে। এই প্রথম হিন্দি গান হিসেবে এই রেকর্ড গড়েছে 'সাইয়ারা'।