আজকাল ওয়েবডেস্ক: সিনেমা মানে শুধু বক্স অফিসের সাফল্য বা প্রশংসা নয়; তারকাদের ঘিরে বিতর্কও এর এক অবিচ্ছেদ্য অংশ। ভারতীয় সিনেমার ইতিহাসে এমন ঘটনা বহুবার ঘটেছে। প্রয়াত এক বিখ্যাত বলিউড অভিনেতা এমনই এক বিতর্কের জন্ম দিয়েছিলেন ১৯৯৩ সালে। ‘পরম্পরা’ ছবির একটি দৃশ্যে তিনি নায়িকার ব্লাউজ খুলে দিয়েছিলেন। নব্বইয়ের দশকে এহেন ঘটনায় স্বাভাবিক ভাবেই তুমুল বিতর্ক তৈরি হয়।
নায়কের নাম বিনোদ খান্না। যে নায়িকার ব্লাউজ তিনি খুলে দিয়েছিলেন তিনি অন্য কেউ নন, বাহুবলী ছবির রাজমাতা রম্যা কৃষ্ণন। ৭০ ও ৮০-এর দশকে অভিনয়ের পাশাপাশি পর্দায় তাঁর সাহসী দৃশ্যে অভিনয়ের জন্যও ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছিলেন বিনোদ খান্না। এই দৃশ্যগুলি শুধু পেশাগত দিক থেকেই নয়, তাঁর ব্যক্তিগত জীবনেও টালমাটাল পরিস্থিতি তৈরি করে।
আরও পড়ুন: শুক্রাণু দান করে কত টাকা আয় হয়? ভারতে বীর্য দাতা হতে গেলে কোন কোন নিয়ম জানতে হবে?
আরও পড়ুন: বিমান দুর্ঘটনায় মরেননি, জেতেন ৫ কোটির লটারি! সাতবার মৃত্যুর মুখ থেকে ফেরা বিশ্বের সবচেয়ে ‘লাকি’ ব্যক্তি ইনি
এবার আসা যাক ছবির কথায়। ছবিটি পরিচালনা করেন যশ চোপড়া। নাম ‘পরম্পরা’। এই অ্যাকশন থ্রিলারে কে ছিলেন না? সুনীল দত্ত, বিনোদ খান্না, অশ্বিনী ভাবে, আমির খান, সইফ আলি খান, রম্যা কৃষ্ণন, নীলম কোঠারি, রবিনা ট্যান্ডন এবং অনুপম খেরের মতো তাবড় তাবড় তারকাদের বিশাল সমাহার ছিল। এই ছবির মাধ্যমেই সইফ আলি খান এবং রম্যা কৃষ্ণন বলিউডে পা রাখেন। কিন্তু এত তারকা থাকা সত্ত্বেও, ছবিটি বক্স অফিসে ব্যর্থ হয়।
তবে, বক্স অফিসে সাড়া না ফেলতে পারলেও ‘তু শাওন ম্যায় প্যায়াস পিয়া’ গানটি তুমুল শোরগোল ফেলে দেয় বলিপাড়ায়। নেপথ্যে বিনোদ খান্না এবং রম্যা কৃষ্ণনের সাহসী দৃশ্য। এই গানে একটি দৃশ্যে বিনোদ খান্না রম্যা কৃষ্ণনের ব্লাউজ খুলে দেন। শুধু এখানেই শেষ নয় হাঁটুর বয়সি রম্যাকে আবেগঘনভাবে চুম্বনও করেন বিনোদ।
বিভিন্ন উত্থানপতন পেরিয়ে এখন রম্যা ভারতীয় সিনেমার প্রতিষ্ঠিত মুখ। বিশেষত ‘বাহুবলী’ ছবিতে রাজমাতা শিবগামী দেবীর চরিত্রে অভিনয়ের জন্য ব্যাপকভাবে প্রশংসিত হয়েছেন তিনি। প্রধানত দক্ষিণ ভারতীয় সিনেমার তারকা হলেও, তিনি বলিউডেও বেশ কিছু ছবিতে গুরুত্বপূর্ণ রোলে অভিনয় করেছেন। ‘সরজায়া’ (১৯৯৩), ‘ত্রিমূর্তি’ (১৯৯৫), ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ (১৯৯৮), ‘ওয়াজুদ’ (১৯৯৮) এবং ‘চাহত’ (১৯৯৬) এর মতো ছবিতে অনিল কাপুর, জ্যাকি শ্রফ এবং নানা পাটেকরের মতো অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন তিনি। তবে তাঁর সবচেয়ে উল্লেখযোগ্য বলিউড ছবি হল সঞ্জয় দত্তের বিপরীতে করা ‘খল নায়ক’ (১৯৯৩)। দক্ষিণে চিরঞ্জীবী, নাগার্জুন, নন্দমুরি বালাকৃষ্ণ (বালাইয়া), মোহন বাবু এবং রাজেন্দ্র প্রসাদের মতো সুপারস্টারদের সঙ্গেও চুটিয়ে কাজ করেছেন অভিনেত্রী।
