সংবাদ সংস্থা মুম্বই: ‘সিংহম এগেইন’-এর সঙ্গে জোরদার টক্কর দিতে না পারলেও বক্স অফিসে খুব খারাপ কিছু আয় করেনি ‘ভুল ভুলাইয়া ৩’। ছবির সাফল্য উদযাপনে মেতেছিলেন পরিচালক অনিস বাজমিও। তবে জানেন কি, এই ছবি তৈরির আগে শাহিদ কাপুরের সঙ্গে একটি ছবি তৈরি করতে চেয়েছিলেন অনিস? বেশ কয়েকবার বৈঠকও সেরেছিলেন তিনি ‘কবীর সিং’-এর সঙ্গে। তবে মতানৈক্যের জন্য সে ছবি আজও লকারবন্দি হয়ে পড়ে রয়েছে।
সম্প্রতি, এই প্রসঙ্গে মুখ খুললেন খোদ অনিস বাজমি। অনিশের কথায়, “এখনও আমার সেই ছবি তৈরির পরিকল্পনা ভেস্তে যায়নি। সে ছবি তৈরির ইচ্ছে পুরোপুরি রয়েছে আমার। আজও বিশ্বাস করি, শাহিদের সঙ্গে যদি এই ছবি বানানো যায় তাহলে তা খুবই উপভোগ্য একটি বিষয় হবে দর্শকের কাছে। আর শাহিদ একজন দুর্ধর্ষ পারফর্মার। কাজ করবই না বা কেন ওর সঙ্গে? আমার কারও সঙ্গে রাগ কিংবা শত্রুতা নেই। আসলে, যখন একটি ছবি তৈরি হয় তখন পরিচালক ও অভিনেতা পরস্পরের মধ্যে মতামতের মিল থাকা উচিত। পাশাপাশি তাঁরা পরস্পরের থেকে ওই ছবির সুবাদে কী আশা রাখছেন সে বিষয়েও প্রথম থেকেই স্বচ্ছ ধারণা থাকা প্রয়োজনীয়। তাহলে ছবির শুটিং চলাকালীন আর কোনও সমস্যা, গোলমাল হবে না। দীর্ঘ বছর ধরে পরিচালনা করে আসছি আমি। আমার নিজস্ব একটি ধরন রয়েছে, তা আমি বদলাতে পারব না। শাহিদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। তবে ভাবনা আলাদা হওয়া মানেই সেটা খারাপ, তা কিন্তু নয়। তবে দুই ভিন্ন মত পুষে রাখলে সেই পরিস্থিতিতে একসঙ্গে কাজ না করাই ভাল। ভবিষ্যতে দু'জনের মতামত এক জায়গায় মিললে অবশ্যই একসঙ্গে কাজ করব।”
