অনন্যা পাণ্ডের বিয়ের সানাই কি তবে বাজতে চলেছে? সম্প্রতি বলিপাড়ার অন্দরে কান পাতলে এমন গুঞ্জনই শোনা যাচ্ছে। আসলে এই জল্পনা উসকে দিয়েছেন খোদ অনন্যার মা ভাবনা পাণ্ডেই। জনপ্রিয় হিন্দি কুকিং রিয়্যালিটি শো 'মাস্টারশেফ ইন্ডিয়া'-র মঞ্চে এসে মেয়ের বিয়ের মেনু নিয়ে এক চমকপ্রদ তথ্য ফাঁস করলেন তিনি।
সম্প্রতি 'মাস্টারশেফ ইন্ডিয়া'-র একটি বিশেষ পর্বে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন চাঙ্কি পাণ্ডে এবং ভাবনা পাণ্ডে। অনুষ্ঠানটি ছিল মূলত বিয়ের থিমের উপরে। সেখানে প্রতিযোগীদের চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল একটি রাজকীয় বিয়ের বুফে তৈরি করার। হরেক রকমের খাবারের গন্ধে যখন স্টুডিও ম ম করছে, ঠিক তখনই সঞ্চালকরা ভাবনাকে প্রশ্ন করেন— যদি তাঁর মেয়ে অনন্যার বিয়ে হয়, তবে সেই বিয়ের ভোজে কী কী পদ রাখতে চাইবেন তিনি?
তিনি জানান, অনন্যার বিয়ের মেনুতে অবশ্যই থাকতে হবে জিভে জল আনা মাটন কারি। শুধু তাই নয়, এর পাশাপাশি তাঁর তালিকায় রয়েছে ভারতীয় স্টাইলের তিরামিসু (এক ধরণের মিষ্টি পদ)। তবে মেনুর সবথেকে আকর্ষণীয় এবং আনকমন অংশটি ছিল রসুনের আচার এবং বেগুনি রঙের পরোটা বা পার্পল পরোটা।
ভাবনার এই খাবারের তালিকার কথা শুনে হাসি চাপতে পারেননি স্বামী চাঙ্কি পাণ্ডেও। তিনি নিজের রসিক মেজাজে অনুষ্ঠানের পরিবেশ আরও হালকা করে দেন। চাঙ্কি মজা করে বলেন, "আমি তো সব সময় দু'বার বিয়ে করতে চেয়েছি, আর সেটা ভাবনার সঙ্গেই!" রসিকতার পাল্টা জবাবে ভাবনা জানান, চাঙ্কি তাঁদের বিবাহবার্ষিকীর তারিখ কখনও ভোলেন না ঠিকই, কিন্তু উপহার দেওয়ার বেলায় বেশ কাঁচা। চাঙ্কিও দমে যাওয়ার পাত্র নন, তিনি বলেন, "বিবাহবার্ষিকী ভুলে গেলে তো আমি এখন এখানে থাকতাম না, সোজা হাসপাতালে থাকতাম!"
অনন্যা পাণ্ডে বর্তমানে বলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী। তাঁর প্রেম বা ব্যক্তিগত জীবন নিয়ে সোশ্যাল মিডিয়ায় হামেশাই চর্চা চলে। তবে মা ভাবনার এই মন্তব্য কি কোনও বিশেষ ইঙ্গিত দিচ্ছে? নাকি নিছকই মজার ছলে মেয়ের বিয়ের মেনু বাছলেন তিনি? তা তো সময়ই বলবে। আপাতত অনন্যার বিয়ের সম্ভাব্য খাবারের তালিকায় মাটন কারি আর বেগুনি পরোটার কম্বিনেশন শুনে নেটিজেনদের মধ্যে বেশ কৌতূহল তৈরি হয়েছে।
