সংবাদসংস্থা মুম্বই: বলিউডে কৌতুকাভিনেত্রীদের মধ্যে অন্যতম ভারতী সিং। কমিক টাইমিংয়ের জোরে দর্শকের মনে পাকাপাকি জায়গা করেছেন তিনি। এখন এক ডাকে ভারতীকে চেনেন সবাই। মুম্বইয়ের বেশকিছু সংবাদমাধ্যমের দাবি, ভারতীর মোট সম্পদের পরিমাণ আনুমানিক ২৩ কোটি টাকা। ভারতী সিং-এর আয় প্রতি মাসে প্রায় ২৫ লক্ষ টাকা। জানা গিয়েছে, তিনি প্রতি বছর ৩ কোটি টাকা আয় করেন। রয়েছে নিজের গাড়ি-বাড়ি। স্বামী হর্ষ লিম্বাচিয়া ও পুত্র গোলাকে নিয়ে সুখের সংসার করছেন তিনি।
ভারতীকে বর্তমানে 'লাফটারশেফ সিজন ২'-এ দেখা যাচ্ছে। তাঁর অনবদ্য কৌতুকের মাধ্যমে ভারতী অনুষ্ঠানটিকে মাতিয়ে রেখেছেন। তবে এবার নাকি গুরুতর অসুস্থ তিনি। ভ্লগে নিজের শারীরিক অবস্থা নিয়ে ভারতী বলেন, 'হর্ষ আমার রক্ত পরীক্ষার ব্যবস্থা করেছে। কয়েকদিন ধরে আমার শরীরটা একদম ভাল লাগছে না। ব্যাংকক থেকে ফেরার পর থেকেই খুব দূর্বল লাগছে। তাই আমরা শুধু রক্ত পরীক্ষা করে দেখছি কিছু হয়েছে কিনা। এসব নিয়ে আমি খুব ভয়ে আছি।"
এরপরে অভিনেত্রীর রক্ত পরীক্ষায় কী এসেছে, সেই প্রসঙ্গে তিনি জানান। এমনকী, এও জানান, আট মাসের অন্তঃসত্ত্বা অবস্থায়ও কাজ করেছেন তিনি। কিন্তু এবার নিজের শারীরিক অবস্থার কারণে ভয় পেয়ে গিয়েছেন ভারতী।
ভিডিওতে ভারতী বলেন, "রক্ত পরীক্ষার জন্য সকাল থেকে কাঁদছি। শিগগিরই ফুল বডি চেকআপ হবে, তবে খুব ভয় পাচ্ছি। এখন, প্রত্যেকের স্বাস্থ্য পরীক্ষা করা খুব গুরুত্বপূর্ণ, কারণ আমি জানতে পারছি যে কিছু না কিছু রোজ সবার সঙ্গে ঘটছে। আপনাদের সকলকে অনুরোধ করছি যে, আপনারা নিজেদের জীবনযাত্রাকে উন্নত করুন।" যদিও নিজের ভ্লগে ঠিক কী হয়েছে, ভারতীর তা খোলসা করেননি তিনি।
