নিজস্ব সংবাদদাতা: মুক্তি পেল সোহম চক্রবর্তী পরবর্তী ছবি 'ফেলুবক্সী'র ঝাঁ চকচকে নতুন পোস্টার। সেই সঙ্গে ছবির নির্মাতাদের তরফে ঘোষণা করা হল ছবি মুক্তির তারিখ। ' ফেলুবক্সী'- নামটা পরিচিত মনে হলেও ইনি আসলে এক সম্পূর্ণ অন্যরকমের গোয়েন্দা। থ্রিলার ঘরানার এই ছবির নাম ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে সোহম চক্রবর্তীকে। ছবির হাত ধরে টলিউডে পা রাখছেন পরীমণি। ছবিতে থাকবেন অভিনেত্রী মধুমিতা সরকারও।ছবির নাম ‘ফেলুবক্সী’। পরিচালনায় দেবরাজ সিনহা। প্রথমবার এক পর্দায় একসঙ্গে কাজ করবেন সোহম, মধুমিতা ও বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি।নতুন প্রজন্মের চরিত্র এই ফেলুবক্সী। সাধারণ এক বাঙালি ছেলে যে খেতে খুব ভালবাসে আর ভালবাসে অপরাধের সমাধান করতে। ছবিতে ‘দেবযানী’র চরিত্রে দেখা যাবে মধুমিতাকে। পেশায় রেডিও জকি দেবযানী। যার মনে ফেলুবক্সীর সহকারী হওয়ার সুপ্ত বাসনা রয়েছে। পরীমণির চরিত্রের নাম ‘লাবণ্য’, রহস্যময় এক চরিত্র। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শতাফ ফিগার, সৃজিত আয়ুষ্মান সরকারকে।
মুখোপাধ্যায় বাড়ির লোকজন ঘিরেই আবর্তিত হয়েছে ছবির গল্প। অনিমেষ মুখোপাধ্যায় তাঁর একমাত্র ছেলের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্তের দায়িত্ব দেন ফেলুবক্সীকে। এরপর দেবযানীর সঙ্গে তদন্ত শুরু করে সে। এদিকে তিন-তিনটি আরও খুনের পর তারা বুঝতে পারে, শুধুমাত্র সাংসারিক শত্রুতা নয়, এসবের পিছনে রয়েছে এক বিরাট বড় চক্র। একদিকে লাবণ্য, মুখোপাধ্যায়বাবুর পুত্রবধূর অসহায়তা আর অন্যদিকে মেঘনাদ চট্টোপাধ্যায়, এক জন বিরাট শিল্পপতি যাকে মুখোপাধ্যায়বাড়ির লোকজনের আশেপাশে দেখা যায়। ঘটনাচক্রে রহস্যের যে জাল তৈরি হয়, ফেলুবক্সী এবং দেবযানী তা কীভাবে কেটে বেরোতে পারে, তা নিয়েই এগোবে ‘ফেলুবক্সী’। আগামী বছর অর্থাৎ ২০২৫ এর ১৭ জানুয়ারি মুক্তি পাবে এই ছবি।
ছবির চিত্রনাট্য লিখেছেন ড.কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়। সঙ্গীতের দায়িত্বে আছেন অদিতি বসু এবং অম্লান চক্রবর্তী। পরিচালক দেবরাজ সিনহার কথায়, “ফেলুবক্সী চরিত্রটি আমার নিজের অত্যন্ত প্রিয়। আমার কাছে ফেলুবক্সী একজন সুপারহিরোর মতোই। কারণ তার অকুতোভয় ব্যক্তিত্বের সঙ্গে মিশেছে ক্ষুরধার বুদ্ধি। আবার এর সঙ্গে সে খেতে বড্ড ভালবাসে। পেটুক গোছের। রসবোধও রয়েছে। বেশ মজার।”
