নিজস্ব সংবাদদাতা: যে কোনও বয়সে জীবনে আসতে পারে নতুন বন্ধু, খুব অল্প সময়ে মনে জায়গা করে নেয়৷ ঠিক তেমনই এক বন্ধুর সঙ্গে আলাপ করিয়ে দিলেন অভিনেতা নীল ভট্টাচার্য। নতুন শহরে গিয়ে সেই বন্ধুর হাত নিজেই খুঁজে নিলেন নীল। মাত্র কয়েক দিনের মধ্যেই যে নীলের জীবনে সেই বন্ধু বিশেষ জায়গা করে নিয়েছে, তা বেশ বোঝা যাচ্ছে।
জীবনকে নতুন করে সুযোগ দিতে কলকাতা ছেড়ে মুম্বইতে থাকতে শুরু করেছেন নীল ভট্টাচার্য। টলিউডে পাকাপাকি জায়গা করে নেওয়ার পর সম্ভবত এবার বলিউডে কাজের অপেক্ষায় অভিনেতা। তবে কলকাতা ছেড়ে নতুন শহরে যাওয়ার সিদ্ধান্ত মোটেই নীলের জন্য সহজ ছিল না। প্রিয়জনদের ছেড়ে দূরে থাকা, নতুন শহরে মানিয়ে নেওয়া, কাজের অপেক্ষায় সবকিছুই নীলের জন্য প্রথমবার। তবে আপাতত সুখবর যে সেই শহরে গিয়ে নতুন বন্ধু খুঁজে পেয়েছেন অভিনেতা। নীলের সেই বিশেষ বন্ধু সিম্বা। চারপেয়ে পোষ্যর সঙ্গে সমাজ মাধ্যমে ভিডিও ভাগ করে নিয়েছেন অভিনেতা। লিখেছেন, 'আমার নতুন বন্ধু সিম্বার সঙ্গে আলাপ করুন'।
স্ত্রী তৃণা সাহার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন এখনও থিতিয়ে যায়নি। তাঁরা যদিও বিচ্ছেদের খবরকে রটনা বলে উড়িয়ে দিয়েছেন, তবে চর্চা চলছেই। এর মধ্যেই শহর ছাড়ার সিদ্ধান্তে নিন্দুকেরা নানান কথা বললেও জীবনের এই গুরুত্বপূর্ণ সময়কে কিছুতেই নষ্ট করতে দিতে চান না নীল৷
জি বাংলার 'অমর সঙ্গী' ধারাবাহিক শেষ হওয়ার পরই মুম্বইয়ে পাড়ি দেন অভিনেতা। এই মুহূর্তে তৃণা ব্যস্ত স্টার জলসার 'পরশুরাম' ধারাবাহিক নিয়ে। প্রথম থেকেই এই ধারাবাহিক টিআরপি তালিকায় প্রথম দিকে জায়গা করে নিয়েছে। তবে নতুন শহরে প্রিয়জনদের মিস করলেও নতুন বন্ধুকে পেয়ে দারুণ খুশি নীল ভট্টাচার্য।
