নিজস্ব প্রতিনিধি: কাঞ্চন মল্লিকের জীবনে বড় খবর। তিন দশকের বেশি সময় ধরে টলিউডে কাজ করছেন অভিনেতা। সম্প্রতি তৃতীয়বার বিয়ের পর একাধিক বিতর্কেও জড়িয়েছেন। এবার খুশির খবর শোনালেন কাঞ্চন। বলিউডে পা রাখলেন তিনি। শীঘ্রই তাঁকে দেখা যাবে হিন্দি ছবির পর্দার।
দীপাবলিতে মুক্তি পাবে ‘ভুলভুলাইয়া ৩’। সেখানেই কার্তিক আরিয়ান এবং বিদ্যা বালানের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন কাঞ্চন মল্লিক। সমাজমাধ্যমে খানিকটা অন্যভাবে নিজেই সেই সুখবর জানিয়েছেন অভিনেতা। আসলে ‘ভুলভুলাইয়া ৩’ টিমের পক্ষ থেকে কাঞ্চনের জন্য একটি উপহার পাঠানো হয়েছে। সেই ছবি সকলের সঙ্গে ভাগ করে বলিউডে তাঁর অভিনয়ের বিষয়ে জানান কাঞ্চন।
বাংলার অন্যতম হাস্যকৌতুক অভিনেতা লিখছেন, 'আমি গত ৩৩ বছর ধরে বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করছি। প্রচুর ভালবাসা পেয়েছি, সম্মান পেয়েছি। তবে যখন অন্য এক ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলাম, মনে হচ্ছিল কেরিয়ারের প্রথম দিনটা আবার যেন ফিরে এসেছে। কিন্তু যখন সেটে পৌঁছলাম, আমাদের বাংলা ইন্ডাস্ট্রির মতোই সকলে আমায় আপন করে নিলেন। যা আমার কাছে অন্যতম প্রাপ্তি। তাঁর আরও সংযোজন, “একজন অভিনেতা হিসেবে আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই। যারা আমায় এত বছর ধরে ভালবেসেছেন, আমার কাছে প্রত্যাশা করেছেন, তাঁদের ধন্যবাদ জানানোর মতো ভাষা আমার কাছে নেই। আমার আগামী কাজেও এমনই ভালবাসা, সম্মান আর আশীর্বাদ চাই। আমার আগামী কাজ সম্ভবত দীপাবলিতে মুক্তি পাচ্ছে বড়পর্দায়। ছবিটির নাম 'ভুলভুলাইয়া ৩'। আমি গোটা 'ভুলভুলাইয়া ৩'-এর টিমকে শুভেচ্ছা, ধন্যবাদ আর ভালবাসা জানাচ্ছি।'
'ভুলভুলাইয়া ৩-তে যে তিনি অভিনয় করছেন, এনিয়ে এর আগে কখনও মুখ খোলেননি কাঞ্চন। তবে এবার সেই বিষয়ে জানালেও ঠিক কোন চরিত্রে তাঁকে দেখা যাবে, এখনও তা স্পষ্ট নয়। উল্লেখ্য, ২০০৭ সালে প্রথম মুক্তি পেয়েছিল ভুলভুলাইয়া। যেখানে বিদ্যা বালানের মঞ্জুলিকা চরিত্র মন ছুঁয়ে নিয়েছিল সকলের। এই ফ্রাঞ্চাইজির পরবর্তী ছবি ভুলভুলাইয়া ৩-এও বড় চমক দিতে আসছেন পরিচালক অনীশ বাজমি। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে মাধুরী দীক্ষিতকে দেখা যাবে বলে খবর। এছাড়াও কার্তিক আরিয়ান, বিদ্যা বালানের সঙ্গে তৃপ্তি দিমরি, রাজপাল যাদব, সঞ্জয় মিশ্র সহ রয়েছেন আরও অনেকে। সঙ্গে থাকবেন বাংলার কাঞ্চন মল্লিক।
