২০১৫ সালে 'তেভার' ছবিতে জুটি বেঁধেছিলেন অর্জুন কাপুর ও সোনাক্ষী সিনহা। এই ছবির গল্প ছিল রোমান্টিক, অ্যাকশন-ড্রামা ভিত্তিক। এই ছবির একটি দৃশ্য এখন ভাইরাল সমাজমাধ্যমে। দেখা যাচ্ছে, বাইকে বসার সময় নিজের জামা দিয়ে সোনাক্ষীকে জড়িয়ে আরও কাছে টেনে নেন অর্জুন। তারপর আলতো করে সোনাক্ষীর হাত ধরে নিজের কোমরের কাছে রাখেন। সোনাক্ষীও অর্জুনকে জড়িয়ে ধরে বসেন।
এই দৃশ্যটা এখন বড্ড চেনা দর্শকের। কেন? একটু ভাবলেই চোখের সামনে ভেসে উঠবে বহুল আলোচিত ছবি 'সাইয়ারা'র কথা। এই মিউজিক্যাল-রোমান্টিক ঘরানার ছবিতেও অহন পাণ্ডে ও অনিত পাড্ডাকে ঠিক এমনই এক দৃশ্যে দর্শক দেখেছেন। পর্দায় তাঁদের কেমিস্ট্রি দেখে চোখ ফেরানো দায় হয়েছে দর্শকের। আর অন্যান্য দৃশ্যের মতো এই দৃশ্যটিও ব্যপক সাড়া জাগিয়েছে দর্শক মহলে।
Lord #ArjunKapoor > #AhaanPanday#Saiyaara #Tevar pic.twitter.com/cQPVsbyLGP
— $@M (@SAMTHEBESTEST_)Tweet by @SAMTHEBESTEST_
তবে দশ বছর আগে অর্জুন-সোনাক্ষীর ছবি 'তেভার'-এর সঙ্গে মোটেই মিল নেই 'সাইয়ারা'র। এক্ষেত্রে দুটি ছবির এই দৃশ্যের সঙ্গে মিল থাকলেও বিষয়বস্তু একেবারেই আলাদা। তবুও নেটপাড়ায় যখন চর্চা শুরু হয়েছে, তখন এত সহজে কি আর থামে? তাই এই বাইক-রোম্যান্স ট্রেন্ড কে আগে শুরু করেছে তা নিয়ে চলছে জোর জল্পনা।
মোহিত সুরির পরিচালনায় 'সাইয়ারা' ছবিতে অহন ও অনিতের রসায়ন দেখে চোখ ফেরাতে পারেননি দর্শক। তাই দর্শকের মনে মনে দু'জনকে নিয়ে অনেক প্রশ্ন উঁকি দিচ্ছে। সম্প্রতি নেটপাড়ায় গুঞ্জন ছড়িয়েছে যে ছবির মতোই নাকি বাস্তবেও প্রেম করছেন এই দুই তারকা। কিছুদিন আগেই তাঁদের একটি শপিং মলের বাইরে দেখা গিয়েছে। আর সেখানে পাপারাজ্জিদের মুখোমুখি হতেই নিজেদের আড়াল করতে শুরু করেন অহন-অনিত। সেখান থেকেই জল্পনার আগুন ঘি পড়ে। তবে এই মুহূর্তে দু'জনের সম্পর্ক নিয়ে মুখ খুলতে দেখা যায়নি তাঁদেরকে।
তবে সেই ভিডিওর একটি দৃশ্য নিয়েই আপাতত চর্চা তুমুল। দেখা যায়, অহন তাঁর অনস্ক্রিন নায়িকা অনীতের হাত ধরতে গেলে তিনি লজ্জায় হাত সরিয়ে নিয়ে সোজা অভিনেতার মায়ের সঙ্গে হাঁটা শুরু করেন। ক্যামেরাবন্দি সেই মুহূর্ত নজর এড়ায়নি। তারকাদের উপর এমনিই সবসময়ে নেটপাড়ার আতসকাচ থাকে। অতঃপর অহন-অনীতের এহেন 'লাজুক' সমীকরণ কিংবা 'প্রেম-প্রেম ভাব' নজর এড়ায়নি অনুরাগীদের। পাশাপাশি বলিপাড়ায় গুঞ্জন, 'সাইয়ারা' জুটি নাকি বর্তমানে একে-অপরকে চোখে হারাচ্ছেন।
আরও পড়ুন: বুড়ো বয়সে ভীমরতি! যুবতীর প্রেমে পাগল ৮০ বছরের বৃদ্ধ, কামের ফাঁদে পড়তেই কী কাণ্ড ঘটালেন?
তবে এই জল্পনার আগুনে ঘি পড়েছে আরও একবার। 'সাইয়ারা'র সাফল্যে মোহিত সুরি একটি পার্টির আয়োজন করেন। ছবির কলাকুশলী থেকে শুরু করে প্রচুর বলি তারকাদের সমাগম দেখা যায় ওই নৈশ পার্টিতে। সেখানে স্বাভাবিকভাবেই উপস্থিত ছিলেন অহন ও অনিত। দু'জনকে একসঙ্গে পার্টিতে ঢুকতে দেখে অবাক হন অনেকে। এদিকে, আবার গোটা পার্টিতে একে অপরের সঙ্গ ছাড়েননি। অন্যদের সঙ্গে কথা বলার সময়ও অনিতকেই নাকি খুঁজছিল অহনের দুটি চোখ। লাজুক হাসিতে তাঁরা নাকি বুঝিয়ে দিয়েছেন নিজেদের সম্পর্কের অবস্থানের কথা।
এদিকে, বক্স অফিসে প্রায় ৫০০ কোটির ব্যবসা করে ফেলেছে 'সাইয়ারা'। ছবির সাফল্য যেমন দর্শকের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে, ঠিক তেমনভাবেই অহন ও অনিতের প্রেমের গুঞ্জনেও দারুণ কৌতূহল জেগেছে অনুরাগীদের মনে। পাপারাজ্জিদের দেখে লাজুক হাসি যতই হাসুক, নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে 'স্পিকটি নট' দুই তারকা।
